সাভারকরকে অপমান করার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির বিরুদ্ধে হিন্দুত্ববাদী তাত্ত্বিক সাভারকরকে অপমান করার অভিযোগে এফআইআর করা হয়েছে।
‘ভারত জোড়ো’ পদযাত্রার কর্মসূচি হিসেবে মহারাষ্ট্রে এক সভায় রাহুল গান্ধী ব্রিটিশদের কাছে দেওয়া সাভারকরের ক্ষমাপ্রার্থনা পত্র দেখানোর পর বিনায়ক দামোদর সাভারকরের নাতি রঞ্জিত সাভারকর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, বীর সাভারকরকে ‘অপমান’ করা হয়েছে। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং রাজ্য সভাপতি নানা পাটোলের বিরুদ্ধে মুম্বাইয়ের শিবাজি পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাভারকর সম্পর্কে বলেছিলেন, ‘সাভারকর ব্রিটিশদের সাহায্য করেছিলেন। আমি খুব পরিষ্কার, এদেশে একদিকে সাভারকর আর অন্যদিকে গান্ধীর চিন্তাধারার লড়াই চলছে। আমার অভিমত হল সাভারকর ভয়ে চিঠিতে সই করেছিলেন, কিন্তু নেহরু, প্যাটেল, গান্ধী বছরের পর বছর ধরে জেলে ছিলেন, কোনো চিঠিতে সই করেননি। সাভারকরের চিঠিতে সই করা ভারতের সমস্ত নেতাদের সাথে বিশ্বাসঘাতকতা ছিল।
এদিকে, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে সাভারকরকে কেন্দ্রীয় সরকার ‘ভারতরত্ন’ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। উদ্ধব ঠাকরের এই প্রতিক্রিয়া এমন সময়ে এল যখন রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থেকে শুরু করে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, সবাই রাহুল গান্ধীর চেয়ে উদ্ধবকে বেশি প্রশ্ন করছেন। উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপির সঙ্গে হাত মিলিয়েছেন বলে প্রশ্ন তোলা হচ্ছে।
আজ (বৃহস্পতিবার) শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, রাহুল গান্ধীর বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। উদ্ধব বলেছেন, আমরা বীর সাভারকর সম্পর্কে রাহুল গান্ধীর বক্তব্য সমর্থন করি না। আমাদের হৃদয়ে বীর সাভারকরের জন্য শ্রদ্ধা ও সম্মান আছে। তার অবদান কেউ মুছতে পারবে না। আমার হাসি পায়, যখন বিজেপি এবং সঙ্ঘ পরিবার সাভারকরের কথা বলে, কিন্তু ভারতকে স্বাধীন করতে তাদের কোনো অবদান ছিল না। সাভারকর সম্পর্কে কথা বলার অধিকার তাদের নেই’ বলেও মন্তব্য করেছেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।