ভারতের রাজনীতি:
পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনব, উত্তরপ্রদেশের মতো এখানেও বুলডোজার চলবে: শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন: 'আমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনব। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে'।
গতকাল (বুধবার) বিকেলে কাঁথিতে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা কী চান? বিধায়ক ভেঙে সরকার বদলে যাক? না ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসুক। আমরা ভোটে জিতেই বিজেপিকে ক্ষমতায় আনব। ভোটে জিতেই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, রাষ্ট্রবাদী সরকার হবে। ডাবল ইঞ্জিন সরকার (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) হবে। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে। এটা আমরা দায়িত্ব নিয়ে এই সভা থেকে বলতে পারি।’
বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ করতে গেলে আমাদের গণআন্দোলন বাড়াতে হবে। শুধু পুলিশ বাবা পার করেগা। পুলিশ ছাড়া তোলামূলের (তৃণমূল) আর কিচ্ছু নেই। পুলিশ ছাড়া তোলামূল অন্ধকার, পুলিশ ছাড়া তোলামূলের অস্তিত্ব নেই। সেজন্য আপনারা জাগ্রত হোন।’
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে আরও বলেন, ‘পঞ্চায়েত ভোট করতে পারবেন তো? ছোটো ছোটো চোরদের তাড়াতে পারবেন তো? একশো দিনের প্রকল্পের টাকা চোরদের তাড়াতে পারবেন তো? আর ‘বড় চোরটা’ আমার উপর ছেড়ে দিন। সবে তো সূর্যটা ডুবেছে, সন্ধ্যাটা হয়নি। তারিখটা বদল হবে, মাসটা বদল হবে, সালটা বদল হবে না।’
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ও তার ভাতিজা অভিষেককে নিশানা করে ‘পিসি চোর-ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর’, ‘চোর ধরো-জেল ভরো’, ‘পার্থ-কেষ্ট চুনোপুঁটি-সব খেয়েছে হাওয়াই চটি’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, তৃণমূলের সবাই চোর’ ইত্যাদি স্লোগান দিলে উপস্থিত জনতা তাতে গলা মেলান।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি নেতা শুভেন্দুকে কটাক্ষ করে বলেছেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’-এর এফআইআর-এ যার নাম আছে তার তো আত্মসমর্পণ করার কথা। উনি বিজেপি নেতাদের পায়ে ধরে বাঁচতে চাচ্ছেন, আর এ সব বলছেন। এ তো বাসে পকেটমারের কৌশল’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনব, উত্তরপ্রদেশের মতো এখানেও বুলডোজ়ার চলবে : শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনব। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজ়ার চলবে।
গতকাল (বুধবার) বিকেলে কাঁথিতে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কী চান? বিধায়ক ভেঙে সরকার বদলে যাক? না ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসুক। আমরা ভোটে জিতেই বিজেপিকে ক্ষমতায় আনব। ভোটে জিতেই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, রাষ্ট্রবাদী সরকার হবে। ডাবল ইঞ্জিন সরকার (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) হবে। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে। এটা আমরা দায়িত্ব নিয়ে এই সভা থেকে বলতে পারি।’
বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ করতে গেলে আমাদের গণআন্দোলন বাড়াতে হবে। শুধু পুলিশ বাবা পার করেগা। পুলিশ ছাড়া তোলামূলের (তৃণমূল) আর কিচ্ছু নেই। পুলিশ ছাড়া তোলামূল অন্ধকার, পুলিশ ছাড়া তোলামূলের অস্তিত্ব নেই। সেজন্য আপনারা জাগ্রত হোন।’
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে আরও বলেন, ‘পঞ্চায়েত ভোট করতে পারবেন তো? ছোটো ছোটো চোরদের তাড়াতে পারবেন তো? একশো দিনের প্রকল্পের টাকা চোরদের তাড়াতে পারবেন তো? আর ‘বড় চোরটা’ আমার ওপর ছেড়ে দিন। সবে তো সূর্যটা ডুবেছে, সন্ধ্যাটা হয় নি। তারিখটা বদল হবে, মাসটা বদল হবে, সালটা বদল হবে না।’
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ও তার ভাতিজা অভিষেককে নিশানা করে ‘পিসি চোর-ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর’, ‘চোর ধরো-জেল ভরো’, ‘পার্থ-কেষ্ট চুনোপুঁটি-সব খেয়েছে হাওয়াই চটি’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, তৃণমূলের সবাই চোর’ ইত্যাদি স্লোগান দিলে উপস্থিত জনতা তাতে গলা মেলান।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি নেতা শুভেন্দুকে কটাক্ষ করে বলেছেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’-এর এফআইআর-এ যার নাম আছে তার তো আত্মসমর্পণ করার কথা। উনি বিজেপি নেতাদের পায়ে ধরে বাঁচতে চাচ্ছেন, আর এ সব বলছেন। এ তো বাসে পকেটমারের কৌশল’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।#
পার্সটুডে/এমএএইচ/এনএম/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।