উত্তর সিকিমে সেনাবাহিনীর ট্রাক দুর্ঘটনায় কর্মকর্তাসহ ১৬ সেনা নিহত, ৪ আহত, মোদী-শাহের শোক
উত্তর-পূর্ব ভারতের উত্তর সিকিমে সেনাবাহিনীর একটি ট্রাক দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় ৩ কর্মকর্তাসহ ১৬ জন সেনা জওয়ান নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
আজ (শুক্রবার) সেনা জওয়ানদের বহনকারী একটি সামরিক ট্রাক উত্তর সিকিমের জেমাতে দুর্ঘটনার সম্মুখীন হয়। ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ১৬ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় তিন জুনিয়র কমিশনড অফিসার এবং অন্য ১৩ জওয়ান নিহত হয়েছেন। সেনার পক্ষ থেকে বলা হয়েছে এই শোকের মুহুর্তে, ভারতীয় সেনাবাহিনী শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। উত্তর সিকিম খুবই বিপজ্জনক এলাকা। এই এলাকা আজ সম্পূর্ণ বরফে ঢাকা অবস্থায় রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাণ হারানো জওয়ানদের পরিবার প্রতি ২ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন।
দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘উত্তর সিকিমে একটি সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখিত। জাতি তাদের সেবা ও দায়বদ্ধতার জন্য তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
জানা গেছে, আজ সকালে চাট্টেন থেকে থাঙ্গুর উদ্দেশে যাচ্ছিল সেনাবাহিনীর তিনটি ট্রাকের কনভয়। কিন্তু জেমায় আসার পর সেখানে আচমকা দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই ঘটনার পরে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। আহত সেনাকর্মীদের হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ//২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।