ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য
বাবা রামদেবকে কোরআন পড়ার পরামর্শ দিলেন সমাজবাদী পার্টির এমপি
ভারতে যোগব্যায়াম গুরু নামে পরিচিত বাবা রামদেব বা স্বামী রামদেব ইসলাম ও মুসলমানদের নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
মুসলিম ধর্মীয় নেতারা রামদেবের বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে, সমাজবাদী পার্টির এমপি শফিকুর রহমান অভিযোগ করেছেন রামদেব বিজেপিকে লাভবান করার চেষ্টা করছেন। তিনি বাবা রামদেবকে কোরআন পড়ার পরামর্শও দিয়েছেন।
বাবা রামদেব গতকাল (বৃহস্পতিবার) রাজস্থানের বাড়মেরে আয়োজিত একটি ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিতর্কিত মন্তব্যে বলেন, ‘ইসলাম ধর্মের অর্থ কেবল নামাজ পড়া। মুসলমানদের জন্য শুধুমাত্র নামাজ পড়া আবশ্যক এবং নামাজ পড়ার পর আপনি যাই করুন না কেন, সবই বৈধ। হিন্দু মেয়েদের তুলে নাও বা জিহাদের নামে সন্ত্রাসী হয়ে তোমার মনে যা আসে তাই করো। তাদের কাছে জান্নাত মানে টাখনুর উপরে পায়জামা পরা, গোঁফ কাটা, টুপি পরা। তারা বলে যে জান্নাতে তাদের স্থান নিশ্চিত হয়ে গেছে। সেখানে হুরদের পাওয়া যাবে এবং মদিরা পান করতে পারবে।’ রামদেব কটাক্ষ করে বলেন, ‘এমন স্বর্গ, নরকের চেয়েও খারাপ। তা সত্ত্বেও মানুষ গোঁফ কাটছে এবং টুপি পরছে। এটা পাগলামি’ বলেও মন্তব্য করেন রামদেব।
খ্রিস্টধর্ম নিয়ে কথা বলার সময় বাবা রামদেব বলেন, গির্জায় যান এবং দিনের বেলায় একটি মোমবাতি জ্বালান, সমস্ত পাপ ধুয়ে যাবে। কিন্তু হিন্দু ধর্মে এমন কিছু হয় না।
ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে আজ (শুক্রবার) সমাজবাদী পার্টির সংসদ সদস্য শফিকুর রহমান বলেন, ‘বাবা রামদেব ভুয়া কথা বলছেন, তিনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। রামদেবের উচিত কোরআন শরিফ পড়া।’ তিনি বলেন, বাবা রামদেব এই ধরনের বক্তব্য দিয়ে বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। তারা মানুষকে ধোঁকা দিয়ে বিজেপিকে সাহায্য করছেন এবং ২০২৪ সালের নির্বাচনে তাদেরকে জয়ী করতে চায়।’

তিনি আরও বলেন, ‘কোনো মুসলমান অপরাধ করলে দুনিয়াতেই শাস্তি পাবে এবং মৃত্যুর পরও শাস্তি পাবে। তিনি বলেন, ধর্ম ও রাজনীতি আলাদা, রাজনীতিকে ধর্মের পথে আনা ঠিক নয়, রাজনীতি ও ধর্ম ভিন্ন।’
অন্যদিকে, মুসলিম স্কলার মাওলানা সুফিয়ান নিজামী বলেন, আমাদের দেশে একটা ফ্যাশন আছে, ধর্ম সংসদের নামে অধার্মিকতার কথা ছড়িয়ে সেখানে মুসলমান ও ইসলামের অপবাদ দেওয়া। কারো ধর্মের বিরুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধে কোনো মন্তব্য করা ধর্মপ্রাণ মানুষ ও ধর্ম সংসদের লক্ষ্য নয়। আপনার ধর্ম সম্পর্কে কিছু ভাল জিনিস থাকলে তা মানুষের কাছে নিয়ে যাওয়ার কাজটি আপনার করা উচিত। অন্য ধর্ম, বিশেষ করে মুসলমানদের নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করা কোনো অবস্থাতেই সঙ্গত নয়। তিনি বলেন, বাবা রামদেবকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি ধর্মীয় নেতা, নাকি ব্যবসায়ী, নাকি রাজনীতিবিদ? কারণ, যেভাবে তিনি কথাকে ব্যবহার করছেন, তা নিশ্চয়ই কোনো ধার্মিক বা সাধু-সন্তদের সাথে সম্পর্কিত সাধু সমাজের হতে পারে না। এটা কোনো রাজনৈতিক ব্যক্তির কথা হতে পারে।’
দেওবন্দী আলেম মুফতি আসাদ কাসেমী বলেছেন, ‘এ ধরনের লোক ধর্মীয় গুরু বলার যোগ্য নয়। তার উচিত মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা না চাইলে দেশের মুসলমানদের কাছে আবেদন ‘পতঞ্জলি’র সমস্ত পণ্য বয়কট করুন। ’
যোগগুরু বাবা রামদেবের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বেরেলির দরগাহ আলা হযরতের সঙ্গে যুক্ত সংগঠন অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি। মাওলানা শাহাবুদ্দিন বলেন, ‘বাবা রামদেবকে আগে ইসলাম নিয়ে পড়াশুনা করা উচিত, তারপর ইসলামের দিকে আঙুল তোলা উচিত। যারা ইসলাম নিয়ে পড়াশোনা করেনি তাদের ইসলাম নিয়ে কথা বলার অধিকার নেই। না পড়ে কারো সম্পর্কে কথা বলা মানে ভুল পথে যাওয়া।’
‘কিছুদিন ধরে বাবা রামদেব ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সমানভাবে কথা বলছেন, কিন্তু তার কাজ হল যোগ ব্যায়াম শেখানো এবং ওষুধ বিক্রি করা, অন্য কিছু নয়। দেশের প্রত্যেকটি মহলে তাকে সম্মানের চোখে দেখা হলেও তিনি এখন নিজের ভাবমূর্তিকে বিতর্কিত করতে ব্যস্ত’ বলেও মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।