মার্কিন টেলিভিশন চ্যানেলকে ভারতীয় মন্ত্রী
‘যেখানে সুবিধা পাবে সেখান থেকে তেল কিনবে নয়াদিল্লি’
-
ভারতের জ্বালানিমন্ত্রী হারদিপ সিং পুরি
ভারতের জ্বালানিমন্ত্রী হারদিপ সিং পুরি বলেছেন, তার দেশ যেখান থেকে সুবিধা পাবে এবং যাকে নির্ভরযোগ্য বলে মনে করবে সেখান থেকে তেল কিনবে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে নিষেধাজ্ঞা মেনে চলার জন্য ভারতের ওপর যখন ক্রমেই চাপ বাড়ছে তখন দিল্লি তাদের এই অনড় অবস্থানের কথা জানিয়ে দিল।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি-কে দেয়া সাক্ষাৎকারে হারদিপ সিং পুরি বলেন, ভূ-রাজনৈতিক হাঙ্গামা, করোনা মহামারি অথবা অন্য কিছুর সঙ্গে ভোক্তাদেরকে তেল সরবরাহের বিষয়টি ভারত সম্পর্কযুক্ত করতে চায় না। ভারতীয় মন্ত্রী বলেন, এই মুহূর্তে তাদের সামনে এই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার কোনো পরিকল্পনাও নেই।
ভারতের মন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, “এ মুহূর্তে আমরা খুবই আস্থাশীল যে, আশা করছি বিশ্বের যেখানে আমরা আমাদের জন্য সুবিধাজনক শর্ত পাব এবং সরবরাহের ভালো উৎস পাব সেখান থেকে তেল নেব। এই মুহূর্তে তেল সরবরাহের ব্যাপারে লাভজনক শর্ত আপনাকে নিশ্চয়তা দেবে।”
গত বছরের ২৪ জানুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে এবং এরপর আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার ওপর ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। তারা বিভিন্নভাবে রাশিয়ার তেল বিক্রি বন্ধের চেষ্টা চালায়। পরিস্থিতি মোকাবেলায় রাশিয়া আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে তেল বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করে। ভারত এবং চীন এই সুবিধা গ্রহণ করে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে। এ নিয়ে পাশ্চাত্যের পক্ষ থেকে ভারতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা হচ্ছে তবে নয়া দিল্লি এখনও নিজের অবস্থানে অনড় রয়েছে।
সৌদি আরব ও ইরাকের কাছ থেকে আগে ভারত সবচেয়ে বেশি তেল কিনতো তবে, বর্তমানে রাশিয়া ভারতের প্রধান তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে। রাশিয়া টুডে বলছে, জানুয়ারি মাসে রাশিয়ার শতকরা ৭০ ভাগ তেলবাহী কার্গোর গন্তব্য ছিল ভারত।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/৮