অরুণাচল প্রদেশে নাগা বিদ্রোহীদের ক্যাম্পে পুলিশের অভিযান, অস্ত্রশস্ত্র উদ্ধার  
https://parstoday.ir/bn/news/india-i120028-অরুণাচল_প্রদেশে_নাগা_বিদ্রোহীদের_ক্যাম্পে_পুলিশের_অভিযান_অস্ত্রশস্ত্র_উদ্ধার
ভারতের অরুণাচল প্রদেশের পুলিশ নাগা বিদ্রোহীদের একটি বড় ক্যাম্পে অভিযান চালিয়েছে।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১৯:০৩ Asia/Dhaka
  • অরুণাচল প্রদেশে নাগা বিদ্রোহীদের ক্যাম্পে পুলিশের অভিযান, অস্ত্রশস্ত্র উদ্ধার  

ভারতের অরুণাচল প্রদেশের পুলিশ নাগা বিদ্রোহীদের একটি বড় ক্যাম্পে অভিযান চালিয়েছে।  

নাগা বিদ্রোহীদের ক্যাম্পটি ভারত-মিয়ানমার সীমান্তে চাংলাং জেলার ‘ইএনএনিজি’ নামে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট। আজ (বৃহস্পতিবার) এখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ একাই এই বড় অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

পুলিশের একজন মুখপাত্র বলেন, ছবি ও ভিডিও তোলার পর ক্যাম্পে আগুন লাগিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। নাগা বিদ্রোহীদের এই ক্যাম্প সম্পর্কে খবর পেয়েছিল অরুণাচল পুলিশ। এরপর আজ বৃহস্পতিবার সকালে এই ক্যাম্পে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও চাংলাং পুলিশ। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, কয়েক মাস ধরে এই জঙ্গি সংগঠনটির বিপজ্জনক তৎপরতা পুলিশের রাডারে ছিল। এই গোষ্ঠী থেকে একটি বড় হুমকি থাকায় এটি নির্মূল করার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল। পুলিশ এ ব্যাপারে কৌশল প্রণয়ন করে সফলভাবে অভিযান পরিচালনা করেছে।   

বুধবার এই ক্যাম্পে পুলিশ পাঁচজন বিদ্রোহীকে দেখতে পায়। এরপর বৃহস্পতিবারের অভিযানে শিবিরে একটি নিয়ন্ত্রিত হামলা চালানো হয়, যার ফলে বিদ্রোহীদের ক্যাম্প থেকে পালাতে হয়। অভিযান শেষ হওয়ার পর ক্যাম্পে তল্লাশি চালানো হয়, এবং সেখান থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশ বিচ্ছিন্নতাবাদীদের ওই ক্যাম্প থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি এম-১৬ রাইফেল, হ্যান্ড গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

২০১৭ সালের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী ভারত-মিয়ানমার সীমান্তের এলাকায় নাগাল্যান্ড-খাপলাং-এর ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড অর্থাৎ এন এসসিএন(কে)-এর সাথে যুক্ত নাগা বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। সেনাবাহিনী সে সময়ে বলেছিল, ওই অভিযানে কমপক্ষে ৩০ জন বিদ্রোহী নিহত হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।