যৌথ ঘোষণায় রাশিয়া ও চীনের আপত্তি
মতৈক্য ছাড়াই ভারতে জি-২০ জোটের অর্থমন্ত্রীদের সম্মেলন শেষ
-
জি-২০ সম্মেলনে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
ভারতের বেঙ্গালুরু শহরে বিশ্বের শিল্পোন্নত ২০টি দেশের সংগঠন জি-২০'র অর্থমন্ত্রীদের সম্মেলন মতৈক্য ছাড়াই শেষ হয়েছে। ফলে চূড়ান্ত ঘোষণা প্রকাশ করা সম্ভব হয়নি। সম্মেলনে যোগ দেয়া বেশিরভাগ পশ্চিমা দেশের অর্থমন্ত্রীরা ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে চূড়ান্ত ঘোষণা প্রকাশের পক্ষে অবস্থান নেন।
এর বিপরীতে অবস্থান নেন রাশিয়া এবং চীনের প্রতিনিধিরা। এই দুই দেশের প্রতিনিধিরা নিন্দা যুক্ত বিবৃতিতে সই করতে রাজি হননি। এ কারণে শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণা প্রকাশ করা সম্ভব হয়নি।
শুক্রবারে ব্যাঙ্গালুরু শহরে দু দিনব্যাপী জি-টুয়েন্টি জোটের অর্থমন্ত্রীদের সম্মেলন শুরু হয় এবং গতকাল শনিবার তা শেষ হয়েছে। ভারত বর্তমানে এই জোটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। স্বাগতিক দেশ হলেও ভারত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিষয়টি এই সম্মেলনে তোলার ব্যাপারে অনিহা প্রকাশ করে আসছিল। তবে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা চাপ সৃষ্টি করেন যে, ইউক্রেন যুদ্ধের বিষয়ে চূড়ান্ত ঘোষণায় রাশিয়ার বিরুদ্ধে নিন্দা না জানানো হলে তারা এতে সই করবেন না।
এ অবস্থায় ভারত সভাপতি দেশ হিসেবে দুই দিনের সম্মেলনের সার-সংক্ষেপকে একটি বিবৃতি হিসেবে প্রকাশ করতে চাইলে তাতে মতভিন্নতা আরো বেশি ছড়িয়ে পড়ে।
এর আগে গত নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনেও একই রকম মতভেদ দেখা দেয় এবং শেষ পর্যন্ত ইন্দোনেশিয়া নিজেই একটি চূড়ান্ত ঘোষণা প্রকাশ করে।
বিশ্বের অর্থনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্য নিয়ে ২০ বছর আগে জি-টুয়েন্টি জোট গঠন হয় কিন্তু দিন দিন এই সংগঠনের মধ্যে বিভিন্ন বিষয়ে মত ভিন্নতা বেড়েই চলেছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।