ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্ত সহিংসতা, আহত ১৫
https://parstoday.ir/bn/news/india-i121330-ভারতের_পশ্চিমবঙ্গসহ_বিভিন্ন_রাজ্যে_বিক্ষিপ্ত_সহিংসতা_আহত_১৫
ভারতের পশ্চিমবঙ্গ, গুজরাট ও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় রামনবমী উৎসবের মিছিলকে কেন্দ্র করে বিক্ষিপ্ত গোলযোগ ও সহিংস ঘটনা ঘটেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ৩১, ২০২৩ ১৫:০৬ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্ত সহিংসতা, আহত ১৫

ভারতের পশ্চিমবঙ্গ, গুজরাট ও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় রামনবমী উৎসবের মিছিলকে কেন্দ্র করে বিক্ষিপ্ত গোলযোগ ও সহিংস ঘটনা ঘটেছে।

গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের শিবপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে  তিন পুলিশকর্মীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময়ে ৩টি গাড়ি ও বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

হাওড়ার সহিংসতা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মিছিল করতে কেউ বারণ করেনি তবে তলোয়ার ও বুলডোজার নিয়ে মিছিল করার পারমিশন কে দিয়েছে? তোমরা রুট পরিবর্তন করে অননুমোদিত রুটে গেছো ইচ্ছা করে একটা সম্প্রদায়কে হামলা করার জন্য। তিনি সতর্ক করে দিয়ে বলেন, হামলা করে মামলা করে রেহাই পাবে না। এমন একদিন আসবে যেদিন হামলা, মামলা কোনোটাই জনতার আদালতে টিকবে না। অন্যায়, ফন্দি জনগণের আদালতে বন্দি হবে সেজন্য তৈরি থাকো।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এতবড় সাহস! বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে চলে যাচ্ছে! কে অনুমতি দিয়েছে? যেন কেন্দ্রীয় সরকার পারমিট দিচ্ছে বিজেপি কর্মীদের; এসব করে যাও, আর মাফ হয়ে যাবে।’

এদিন হাওড়া জিটি রোডের কাজিপাড়া থেকে ফজির বাজার পর্যন্ত এলাকাজুড়ে প্রায় দেড় ঘণ্টা ধরে সংঘর্ষ হয়। রামনবমী উপলক্ষ্যে এদিন হাওড়া জেলার বিভিন্ন জায়গায় মিছিল বের করেছিল হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। একপক্ষের অভিযোগ, মিছিল থেকে ‘উত্তেজক স্লোগান’ দেওয়া এবং জোর করে আবির মাখানো হয়। অপর পক্ষের দাবি, মিছিল লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। ঐ সময় ঘটনাস্থলে পুলিস মোতায়েন থাকলেও, তারা  কোনো ভূমিকা পালন করেনি বলে অভিযোগ।

ওই ঘটনার কিছুক্ষণের মধ্যেই কাজিপড়া মোড় থেকে সন্ধ্যাবাজার পর্যন্ত এলাকাজুড়ে তুমুল সংঘর্ষ হয়। একাধিক গাড়ি, ভ্যান ও মোটরবাইকে আগুন ধরিযে দেয়া হয়। রাস্তার দু’ধারে  ফল, সবজিসহ একাধিক দোকানে লুটপাট ও  ভাঙচুর করা হয়। পরিস্থিতি মোকাবিলায় র‍্যাফ ও কমব্যাট ফোর্স নামানো হয়। এসময় নিরাত্তারক্ষাকারী বাহিনী লাঠি চার্জ করে মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করে  দেয় ও ধরপাকড় করে।

অস্ত্র হাতে মিছিলে

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বারাসতের ময়না থেকে কাছারি মাঠ পর্যন্ত বহু যুবক পুলিশের সামনে অস্ত্র হাতে রামনবমীর মিছিলে করেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া দুই দিনাজপুর, মালদহ, বীরভূম জেলার রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, হুগলির আরামবাগসহ নানা এলাকায় রামনবমীর মিছিলে অস্ত্র হাতে লোকজনকে দেখা গেছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩১

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।