দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’য়ের জিজ্ঞাসাবাদ
(last modified Sun, 16 Apr 2023 11:32:06 GMT )
এপ্রিল ১৬, ২০২৩ ১৭:৩২ Asia/Dhaka
  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’য়ের  জিজ্ঞাসাবাদ

আবগারি দুর্নীতির তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রী ও ‘আম আদমি পার্টি’র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’।

আজ (রোববার) সিবিআই সদর দফতরে যাওয়ার আগে তিনি দিল্লির রাজঘাটে গিয়েছিলেন। এর পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন- ‘আমরা বাপুর (গান্ধীজি) বলা পথে, আমরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সত্যের পথে আছি। শেষ পর্যন্ত জয় সত্যেরই হবে।’ বিজেপি নির্দেশ দিলে সিবিআই তাকে গ্রেফতার করবে বলে আশঙ্কা প্রকাশ করেন কেজরিওয়াল।

এই প্রথম কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে সিবিআই সদর দফতর ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের তলব পেয়ে আজ নির্ধারিত সময়ে সিবিআই দফতরে পৌঁছান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিকে, ওই ঘটনার প্রতিবাদে আজ দিল্লিতে আম আদমি পার্টির নেতা, এমপি, বিধায়ক, অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রীসভার সদস্যরা ধর্না-অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময়ে তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। তারা ‘ভুয়া তদন্ত বন্ধ করো-বন্ধ করো’, ‘মিথ্যা তদন্ত বন্ধ করো-বন্ধ করো’, ‘গণতন্ত্রে স্বৈরতন্ত্র চলবে না, চলবে না’, ‘গণতন্ত্রে হিটলারশাহী চলবে না-চলবে না’ ইত্যাদি শ্লোগান দেন।

‘আম আদমি পার্টি’র নেতা গোপাল রাই আজ বলেন, ‘সিবিআই কেজরিওয়ালজীকে তলব করায় দিল্লির মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। দিল্লির ৩২ জন বিধায়ক ও ৭০ জন কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসা পাঞ্জাবের ২০ জন বিধায়ককেও পুলিশ আটক করেছে।’ 

আজ সিবিআই সদর দফতরের বাইরে বিক্ষোভ করার জন্য আম আদমি পার্টির নেতা-কর্মীদের পুলিশ হেফাজতে নিয়েছে। অন্যদিকে, দিল্লি সরকারের মন্ত্রী গোপাল রাইয়ের দাবি- পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে বিক্ষোভরত ১৫০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে।#      

পার্সটুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।