বিজেপিই বাংলার ভবিষ্যৎ, সময়ের অপেক্ষা মাত্র: দিলীপ ঘোষ
(last modified Tue, 18 Apr 2023 10:25:56 GMT )
এপ্রিল ১৮, ২০২৩ ১৬:২৫ Asia/Dhaka
  • দিলীপ ঘোষ এমপি (ফাইল ফটো)
    দিলীপ ঘোষ এমপি (ফাইল ফটো)

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন, বিজেপিই বাংলার ভবিষ্যৎ। সময়ের অপেক্ষা মাত্র। তিনি আজ (মঙ্গলবার) ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ একবার লোকসভায়, বিধানসভায় ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে যে বিজেপিই বাংলার ভবিষ্যৎ। মাননীয় অমিত শাহ (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছেন, যদি ৩৫টা আসন আমরা ২০২৪ সালে বাংলা থেকে পাই তাহলে ওই বছরই হয়ত নতুন সরকার হয়ে যাবে। আর খুব সম্ভাবনা আছে। ১৮টা আসন পেতেই নড়ে গিয়েছিল ভিত। দৌঁড়াদৌঁড়ি শুরু হয়েছিল। ২০২১ সালের ভোটের আগে ডজন ডজন নেতা-মন্ত্রী, এমএলএ-এমপি বিজেপিতে আসছিলেন। ‘দিদি’ (মুখ্যমন্ত্রী মমতা) জানেন, তার এমএলএ-এমপিরা যতদিন কামানোর  সুযোগ আছে, ওনার সঙ্গে আছে। যেদিন একটি এদিক ওদিক হবে, সব ভেগে যাবে। তার লোকেদের উপরই ওনার বিশ্বাস নেই।’  

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন,  ‘এই দিলীপ বাবুরা বলেছিলেন, এবার ২০০ আসন ছাড়িয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। দিলীপ বাবু বললেন, মানুষ ভোট দিয়েছিল। মানুষ বলতে তিনি কী বোঝান? বিজেপির বৃদ্ধির কারণ, সিপিএম ভোট দিয়েছিল। তৃণমূলের তো ভোট কমেনি এতটুকু। এটা তো বাম-রামের সম্পর্ক। এরমধ্যে সাধারণ মানুষকে টানাটানি করে উনি ভুল করছেন। তৃণমূলের জয়ে তাতে কোনও বিঘ্ন ঘটবে না। দিলীপ বাবু বললেন, ’২১ সালের আগে দলে দলে সব চলে এলেন বিজেপিতে। উনি যোগদান মেলা করাতেন। কিন্তু একুশের পর যে দলে দলে সব ফিরে এলেন, সেটা উনি বললেন না তো।’

অন্যদিকে, এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘দিলীপ ঘোষরা চায় শুধুমাত্র ক্ষমতার জন্য রাজনীতি। কুণাল ঘোষরাও একই জিনিষ চায়। একটু এদিক ওদিক হলে বিজেপির সরকার গঠন সময়ের অপেক্ষা বলছেন। কিন্তু বাংলার যে সর্বনাশ হয়ে গেল তাতে দিলীপ ঘোষদের কিছু আসে যায় না। যে চোর তৃণমূলে, সেই চোরই বিজেপিতে। বিজেপি থেকে ফের তৃণমূলে। দল বদলের খেলায় বাংলার যুবকদের কী লাভ হবে? কৃষকের কী লাভ হবে? লেখাপড়ার বারোটা বেজে গেছে তার কী হবে?’ এরা শুধু ক্ষমতার লোভে রাজনীতির চেয়ার ধরে রাখতে চায় বলেও মন্তব্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। #

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৮        

ট্যাগ