কংগ্রেস কারও দয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না: অধীর রঞ্জন চৌধুরী
ভারতের পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, কংগ্রেস কারও দয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না।
গতকাল (সোমবার) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্য প্রসঙ্গে বলেন, তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থন করবেন যেখানে তারা শক্তিশালী অবস্থানে থাকবে।
এ প্রসঙ্গে আজ (মঙ্গলবার) অধীর রঞ্জন চৌধুরী গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘কংগ্রেস কারও দয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না এবং তাদের যদি এই ভুল ধারণা থাকে তবে তা মন থেকে দূর করা উচিত।’
কংগ্রেস নেতা অধীর বাবু মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘হিমাচল প্রদেশ ও কর্ণাটকে এককভাবে জিতেছে কংগ্রেস। এই নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় একবারও জনসাধারণকে বলেননি যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, তাই কংগ্রেসকে ভোট দিন।’ তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় কংগ্রেসকে পরাজিত করতে ব্যস্ত ছিলেন। তিনি মেঘালয় ও ত্রিপুরাতেও একই কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ময়দানে কংগ্রেসকে দুর্বল ও পরাজিত করার সম্ভাব্য সব রকমের চেষ্টা করেছেন।’
লোকসভায় কংগ্রেসের দলনেতা নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি আরও বলেন, ‘আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রাসঙ্গিকতা ছিল, বর্তমানে তা আর নেই। তারা এটাও বুঝতে শুরু করেছে যে কংগ্রেস ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই করা এবং জেতা অসম্ভব। এ কারণে তাদের মনোভাব শিথিল বলে মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব কেন, তিনি আমাদের বাংলায় শেষ করেছেন। ২০১১ সালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত সমর্থন করেছিলেন এবং জয়ের পরে তিনি কী করেছিলেন? তিনি কংগ্রেসের দয়ায় ক্ষমতায় এসেছিলেন এবং নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে কংগ্রেস দলকে ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তার কারণেই বাংলায় বিজেপির শক্তি বেড়েছে’ বলেও মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি। #
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৬