পাটনায় বিজেপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, পানি কামান ব্যবহার, নিহত ১
https://parstoday.ir/bn/news/india-i125500-পাটনায়_বিজেপির_মিছিলে_পুলিশের_লাঠিচার্জ_পানি_কামান_ব্যবহার_নিহত_১
বিহারের রাজধানী পাটনায় বিভিন্ন ইস্যুতে আজ বিজেপির বিধানসভা অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে বিজেপির এক নেতা নিহত হয়েছেন। ওই ঘটনায় রাজ্য রাজনৈতিক অঙ্গনে উত্তাপের সৃষ্টি হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ১৩, ২০২৩ ১৭:৫৯ Asia/Dhaka
  • পাটনায় বিজেপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, পানি কামান ব্যবহার, নিহত ১

বিহারের রাজধানী পাটনায় বিভিন্ন ইস্যুতে আজ বিজেপির বিধানসভা অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে বিজেপির এক নেতা নিহত হয়েছেন। ওই ঘটনায় রাজ্য রাজনৈতিক অঙ্গনে উত্তাপের সৃষ্টি হয়েছে।

আজ (বৃহস্পতিবার)পুলিশের লাঠির আঘাতে বিজেপির অনেক নেতা-কর্মী আহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে জাহানাবাদের সাধারণ সম্পাদক বিজয় কুমার সিং মারা গেছেন। লাঠির আঘাতে আহত ওই বিজেপি নেতাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সাবেক উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সুশীল মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় কুমার সিংয়ের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, পাটনার ডিএম চন্দ্রশেখর বলেছেন, আঘাতের কারণে মৃত্যু হয়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই অবিলম্বে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগ দাবি করেছেন। বিধানসভা চত্বরে ধর্নায় বসেছেন বিরোধী দলনেতা বিজয় সিনহা। বিজেপির পক্ষ থেকে আগামীকাল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

বিহারে শিক্ষকদের নিয়োগপত্র পেতে বিলম্ব, দুর্নীতি এবং রাজ্যে চলমান অন্যান্য সমস্যা নিয়ে আজ পাটনায়, বিজেপি নেতা-কর্মীরা বর্তমান নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করছিলেন। বিক্ষোভস্থল থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে এবং বিধানসভা ঘেরাও করতে বাধা দিতে পুলিশ পানিকামান ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। জানা গেছে, পাটনার গান্ধী ময়দান থেকে বিধানসভা পর্যন্ত মিছিল বের করা হচ্ছিল। এ সময়ে ডাকবাংলো মোড়ে বিজেপি নেতা-কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। তারা বাধা না মানলে পুলিশ প্রথমে পানিকামান থেকে পানি বর্ষণ করে। পরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিজেপি কর্মীরা পুলিশকে টার্গেট করে পাথর নিক্ষেপ করলে পাল্টা জবাব দেয় পুলিশ। জানা গেছে এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শশিভূষণ কুমার ও কনস্টেবল পবনকে নিশানা করে পাথর ও মরিচের গুঁড়া নিক্ষেপ করা হয়। 

দলীয় নেতা-কর্মীদের উপর লাঠিচার্জকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দমন নীতির  উদাহরণ হিসেবে অভিহিত করেছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, মহাজোটের নৃশংস ও স্বৈরাচারী সরকার বিহারের জনগণের অধিকার আদায়ে আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও পানিকামান নিক্ষেপ করে স্বৈরাচারী মানসিকতার প্রমাণ দিয়েছে। বিহারের জনগণ প্রতিটি লাঠির জবাব দেবে বলেও বিজেপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।#

 

পার্সটুডে/এমএএইচ//১৩       

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।