বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী মহাজোটের বৈঠককে কটাক্ষ করলেন দিলীপ, পাল্টা ফিরহাদ
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী মহাজোটের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরুতে।
আজ (সোমবার) সন্ধ্যায় প্রাথমিক আলাপ-আলোচনার পর আগামীকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। গত ২৩ জুন পাটনার বৈঠকে বিজেপি বিরোধী ১৫টি দল যোগ দিলেও এবার বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকে বিজেপি বিরোধী ২৬টি দল শামিল হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) সারা দিন মূল বৈঠক চলবে। তার আগে আজ (সোমবার) সন্ধ্যায় প্রাথমিক বৈঠক হবে এবং এরপর ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীর পক্ষ থেকে নৈশভোজ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, জাতীয় স্তরে বিজেপি-বিরোধী জোটকে কী ভাবে রাজ্য স্তরে নির্বাচনী বোঝাপড়ায় নিয়ে যাওয়া যায়, তা নিয়েও আলোচনা হবে। সূত্রের খবর, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অটুট রাখা, নির্বাচিত সরকারের উপর কেন্দ্রীয় সরকার নিযুক্ত রাজ্যপালের অতি সক্রিয়তার প্রতিবাদ, ‘ইডি’-‘সিবিআই’য়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির অপব্যবহার, বিরোধী জনপ্রতিনিধি ভাঙানোর মতো ঘটনা রোখার কৌশল তৈরি—এই সবই থাকবে অভিন্ন কর্মসূচিতে। কোথায় কোথায় হবে যৌথ সভা-সমাবেশ, তৈরি হবে সেই তালিকাও। এ ছাড়াও গঠন করা হবে একটি কোর গ্রুপ। প্রত্যেক মাসে একবার বৈঠকে বসবে তারা।
এ প্রসঙ্গে আজ (সোমবার) বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ এমপি ওই ইস্যুতে কটাক্ষ করে বলেছেন, ‘কারা ওখানে যাচ্ছে, তাদের কী শক্তি আছে এটা দেখতে হবে। পাটনায় যারা পিকনিক করেছিলেন, ব্যাঙ্গালোরে ব্যাঙ্কোয়েট করবেন, এই যে আনন্দ, আমার মনে হয় কংগ্রেস এটাকে বিজয় উৎসব হিসেবে কাজে লাগাচ্ছে। যাই হোক এতেই শান্তনা।’
অন্যদিকে, আজ (সোমবার) পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘যারা বিজেপি বিরোধী তারা সবাই একটা মঞ্চে যাবেন। আমার ইগো, তোমার ইগো এটা বড় নয়। এটার পথ দেখিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ‘আপ’ (আম আদমি পার্টি)সহ সবাইকে বলব, আপনারা সবাই একসাথে গিয়ে দাঁড়ান, না হলে এক এক করে এরা সবাইকে মারবে’ বলেও মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।