মণিপুর ও জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয় : পি চিদাম্বরম
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বিজেপিশাসিত মণিপুরে সহিংসতা, চীনা সেনার অনুপ্রবেশ এবং জম্মু-কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করেছে।
গতকাল (শনিবার) হায়দরাবাদে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকের পর সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে, কেউ ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেনি। প্রধানমন্ত্রী মোদীর এই দাবি চীনকে এক ইঞ্চিও পিছু হটতে না পারার অনড় অবস্থান বজায় রাখতে উৎসাহিত করেছে।
কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে মণিপুর, জম্মু-কাশ্মীরের নিরাপত্তা চ্যালেঞ্জ এবং উত্তর সীমান্তে চীনা চ্যালেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। খসড়া রেজোলিউশনের উপর আলোচনার বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম বলেন, বিভিন্ন স্তরে একাধিক আলোচনা সত্ত্বেও চীনারা দৃঢ়ভাবে বিরোধিতায় দাঁড়িয়েছে। ২০২০ সালের ১৯ জুন সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দিয়েছিলেন যে ভারতীয় ভূখণ্ডে কোনও বিদেশী সেনা নেই এবং কেউ অনুপ্রবেশ করেনি। তার এ ধরণের বিবৃতি চীনকে এক ইঞ্চিও পিছিয়ে না যাওয়ার অনড় অবস্থান অব্যাহত রাখতে উৎসাহিত করেছে।’
তিনি বলেন, ‘স্থিতাবস্থার সাহসী কথার কী হলো? স্থিতাবস্থা নিয়ে কেউ কথা কেউ বলছে না। মনে রাখতে হবে, প্রথমে কিছুদিন ভারতের দাবি ছিল স্থিতাবস্থা। কিন্তু কেউ কী আজ এটি সম্পর্কে কথা বলে? এর বিপরীতে আমাদের ক্ষতির জন্য প্রত্যেকদিন, প্রতেক মাসে স্থিতাবস্থা পরিবর্তিত হচ্ছে। তৎকালীন ভারতীয় অধিকৃত ভূখণ্ডে আরও বাফার জোন তৈরি করা হচ্ছে। এর মানে কী? এর মানে আমরা আমাদের ভূখণ্ড হারাচ্ছি এবং চীনারা সেই ভূখণ্ড দখল করে নিচ্ছে।
কংগ্রেস ওয়ার্কিং কমিটি মনে করে যে মণিপুর এবং জম্মু-কাশ্মীর উভয়েরই পরিস্থিতি স্বাভাবিকের থেকে অনেক দূরে। গত ৫ মে থেকে মণিপুর জ্বলছে। গত ১৫৭ দিন ধরে জ্বলছে কিন্তু প্রধানমন্ত্রী রাজ্যটিতে যাওয়ার সময় পাননি! জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল সংক্রান্ত মামলা যখন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছিল, তখন সরকার হলফনামায় বলেছিল যে জম্মু-কাশ্মীর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কংগ্রেস নেতা সম্প্রতি সন্ত্রাসীদের হাতে একজন কর্নেল, একজন মেজর, ডেপুটি এসপি এবং একজন রাইফেলম্যানের শহীদ হওয়ার কথা উল্লেখ করে বলেন, আমরা যা দেখছি তা স্বাভাবিকের থেকে অনেক দূরে। কাশ্মীরে যখন এটি ঘটছিল প্রধানমন্ত্রী এবং বিজেপি জি-২০ সম্মেলনের সাফল্য উদযাপন করছিলেন বলেও মন্তব্য করেন কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম।#
পার্সটুডে/এমএএইচ/১৭