সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দ বাদ দেয়ায় উদ্বেগ অধীরের
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দ বাদ দেওয়ার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন।
দেশের নাম ইংরেজিতে 'ইন্ডিয়া' নাকি 'ভারত' এ নিয়ে সম্প্রতি বেশ কয়েকদিন ধরে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য প্রকাশ্যে এসেছে। ওই ইস্যুতে বিতর্ক শেষ না হতেই এবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী এমপি গুরুতর অভিযোগ করে বলেছেন, নয়া সংসদ ভবনে প্রবেশের সময় এমপিদের যে সংবিধান দেওয়া হয়েছে, তার প্রস্তাবনায় 'সমাজতান্ত্রিক' এবং 'ধর্মনিরপেক্ষ' শব্দ দু'টি বাদ দেওয়া হয়েছে।
অধীর চৌধুরী ওই ইস্যুতে বলেন, 'নয়া সংসদ ভবনে প্রবেশের সময় সংবিধানের যে নতুন কপি ১৯ সেপ্টেম্বর আমাদের দেওয়া হয়েছে, তার প্রস্তাবনায় 'সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ' শব্দ নেই। আমরা জানি যে শব্দগুলো ১৯৭৬ সালে একটি সংশোধনীর পরে যুক্ত করা হয়েছিল। কিন্তু কেউ যদি আজ আমাদের সংবিধান দেয় এবং তাতে সেই শব্দগুলো না থাকে তবে এটি উদ্বেগের বিষয়।
কংগ্রেস নেতা অধীর চৌধুরী এমপি আরও বলেন, ‘সংসদ সদস্যদের দেওয়া সংবিধানের প্রস্তাবনায় 'সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ' শব্দ না থাকার বিষয়টি নিয়ে আমি বেশ উদ্বিগ্ন। শাসক দলের উদ্দেশ্য সন্দেহজনক। এটা কৌশলে করা হয়েছে। এটা আমার জন্য চিন্তার বিষয়। আমি সংসদে এই বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমি এই বিষয়টি উত্থাপন করার সুযোগ পাইনি।'
একইভাবে তৃণমূল সংসদ সদস্যা দোলা সেন অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার সংবিধানের নতুন অনুলিপি থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দগুলো সরিয়ে দিয়েছে। তার প্রশ্ন- সরকার আলোচনা ছাড়াই কীভাবে সংবিধানের কপিতে এত বড় পরিবর্তন করল? আচমকা ওই দুটি শব্দ কীভাবে সরিয়ে দেওয়া হলো, তা নিয়ে সরকারের কাছে প্রশ্ন রয়েছে তার। দোলা সেন বলেছেন, ওই ইস্যুতে তৃণমূল প্রতিবাদ করবে। এই সরকার সংবিধান বিরোধী বলেও মন্তব্য করেছেন দোলা সেন এমপি।
অন্যদিকে, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, নয়া সংসদে সব এমপিকে সংবিধানের একটি অনুলিপি দেওয়া হয়েছে। বিজেপি নেত্রী রীতা বহুগুনা যোশী বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। সংবিধানে বিজেপির অটুট আস্থা রয়েছে বলেও মন্তব্য করেছেন বিজেপি নেত্রী রীতা বহুগুনা যোশী।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।