কোলকাতায় বিক্ষোভ মিছিলের ডাক
ইসরাইলকে ‘বিষধর সাপ’ বলে অভিহিত করলেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী
-
সিদ্দিকুল্লাহ চৌধুরী
জমিয়তে উলামা হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ইহুদিবাদী ইসরাইলকে বিষধর সাপ বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে আগামী (শনিবার) কোলকাতায় ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।
তিনি আজ (বুধবার) এক ভিডিও বার্তায় এ সংক্রান্ত মন্তব্য করেছেন। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ইসরাইলিদের টার্গেট করে বলেন, ‘ওদের কোনো দেশ ছিল না। বসবাসের জায়গা ছিল না। আরবের মানুষের মন অনেক নরম। তারা বলেছিল আপনারা বসবাস করতে পারেন। আজকে সেই ইসরাইল বিষধর সাপে পরিণত হয়েছে! সারা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি করেছে। অমানবিক অত্যাচার করতে হস্তসিদ্ধ তারা। সম্প্রতি গাজা পট্টিকে ধুলিস্যাৎ করে দিয়েছে। পানীয় জল, স্কুল, মসজিদ, বাসস্থান, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে!’
তিনি বলেন, ‘আমি বহুবার শুনেছি, কাগজে পড়েছি জাতিসঙ্ঘের মহাসচিব বার বার ইসরাইলকে অনুরোধ করেছেন, অত্যাচার থেকে আপনারা বিরত হন। তারা বিরত হওয়ার পরিবর্তে তাদের যুদ্ধবাজের রব আরও চড়িয়েছে। কারণ, আমেরিকা হল তাদের অন্ধ সমর্থক। এই পরিস্থিতি সাধারণ নাগরিক হিসেবে, একজন স্বাধীনচেতা মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে, একজন ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে চুপ থাকা কোনোভাবে বাঞ্ছনীয় নয়।’
মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ইসরাইলের সমালোচনা করে বলেন, ‘আমরা জমিয়তে উলামার পক্ষ থেকে ব্যাপকভাবে প্রতিবাদ করতে চাচ্ছি যে, ‘গাজা পট্টি বাঁচাও, ইসরাইল হটাও’। এই আওয়াজ আমরা ভারতবর্ষের বুকে জোরদার করতে চাচ্ছি। আমি জানি ভারত সরকারের মন মানসিকতা। তাদের ইচ্ছা, অনুভুতি ইসরাইলের পক্ষে। কেন তা পরবর্তীতে বলব। আমরা আজ জমিয়তে উলামার পক্ষ থেকে তীব্রভাবে বলতে চাই- ইসরাইলের অমানবিক অত্যাচার, অবিচার, যুদ্ধ, বসতি এলাকায় বোমাবর্ষণ এবং আকাশপথে হামলা এগুলো বন্ধ করতে হবে। এর প্রতিবাদ করা প্রয়োজন। ফিলিস্তিনিরা ওখানকার হাজার হাজার বছরের অধিবাসী।’
তিনি বলেন, আমরা আগামী ১৪ অক্টোবর (কোলকাতার) রাজাবাজার চৌরাস্তা থেকে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলসহ রামলীলা ময়দানে জমায়েত হবো। ওখানে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হবে। এজন্য তিনি সর্বস্তরের জমিয়ত কর্মী-সমর্থকদের ওই কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। মিছিলে অন্যাদের পাশপাশি নারীরাও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।
‘ইসরাইলিরা ফিলিস্থিনিদের ভূমি কেড়ে নেবে, জবরদখল করবে এটা মেনে নেওয়া যায় না। গাজা পট্টিকে শান্ত করতে হবে এবং নিরীহ মানুষদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে। জাতিসঙ্ঘকে কঠোর হতে হবে’ বলেও মন্তব্য করেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। উল্লেখ্য, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী হলেন জমিয়তের রাজ্য সভাপতি এবং রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।