ভূপেশ বাঘেল কী হিন্দু ও সনাতন ধর্মকে শেষ করতে চান? : হিমন্তবিশ্ব শর্মা
(last modified Fri, 03 Nov 2023 12:35:26 GMT )
নভেম্বর ০৩, ২০২৩ ১৮:৩৫ Asia/Dhaka
  • ভূপেশ বাঘেল কী হিন্দু ও সনাতন ধর্মকে শেষ করতে চান? : হিমন্তবিশ্ব শর্মা

ভারতের অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা হিমন্তবিশ্ব শর্মা ছত্তিশগড়ের কংগ্রেস মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে টার্গেট করে বলেছেন, ভূপেশ বাঘেল কী হিন্দু ও সনাতন ধর্মকে শেষ করতে চান?

ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল (বৃহস্পতিবার) এক সমাবেশ বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন। ৯০ সদস্য সমন্বিত রাজ্য বিধানসভার জন্য নির্বাচন হবে ৭ নভেম্বর ও ১৭ নভেম্বর।  

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে টার্গেট করে বলেছেন, দলটি মাওবাদীদের সমর্থনে ছত্তিশগড়ের অভ্যন্তরীণ অঞ্চলে বিধানসভা নির্বাচনে জিততে চায়। তিনি বলেন, বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিলের মতো বামপন্থি চরমপন্থা এক বছরের মধ্যে নির্মূল করা হবে।

ছত্তিশগড়ের মানপুর শহরে এক সমাবেশে দেওয়া বক্তব্যে হিমন্তবিশ্ব শর্মা অভিযোগ করেন, রাজ্যে প্রকাশ্যে ধর্মান্তরকরণ হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন ভূপেশ বাঘেল কী হিন্দু ও সনাতন ধর্মকে ধ্বংস করতে চান? তিনি বলেন, ‘আমি মনে করি যে এবার ছত্তিশগড়ে কংগ্রেস জনগণের সমর্থনে নির্বাচনে জিততে চায় না, বরং অভ্যন্তরীণ এলাকায় মাওবাদীদের সমর্থনে নির্বাচনে জিততে চায়। কংগ্রেস এবং মাওবাদীদের মধ্যে 'আই লাভ ইউ' সম্পর্ক আছে।’  

অসমের মুখ্যমন্ত্রী রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেসকে টার্গেট করে বলেন, ‘তারা বিজেপি কর্মীদের হুমকি ও হত্যার মাধ্যমে তাদের রাজনীতি করতে চায়। আমাদের ছত্তিশগড়কে মাওবাদ থেকে মুক্ত করে শান্তির দ্বীপে পরিণত করতে হবে।’     

মুখ্যমন্ত্রী হিমন্তের দাবি- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে দিয়ে একে শান্তির দ্বীপে পরিণত করেছেন। আপনারা আমাদের ছত্তিশগড় সরকারে এক বছরের সময় দিন, আমরা মাওবাদকে শেষ করব ঠিক যেমন আমরা ৩৭০ ধারা বাতিল করেছি এবং রাজ্যকে শান্তির দ্বীপে পরিণত করব। 

অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা হিমন্তবিশ্ব শর্মার অভিযোগ- ‘রাজ্যে প্রকাশ্যেই ধর্মান্তরকরণ হচ্ছে। আমাদের আদিবাসী ভাই-বোনদের ধর্মান্তরিত হতে বাধ্য করা হচ্ছে। আমি (মুখ্যমন্ত্রী) ভূপেশ বাঘেলকে জিজ্ঞাসা করতে চাই, তিনি  কী হিন্দু ও সনাতনকে ধ্বংস করতে চান? আমি আপনাকে বলতে চাই, রাজ্যে ধর্মান্তর বন্ধ করার জন্য আপনার একটি আইন আনা উচিত ছিল। কিন্তু আপনি তা না করে আমাদের হিন্দু ধর্মকে দুর্বল করে দিয়েছেন। কংগ্রেস দল ছত্তিশগড়ে ধর্মান্তরিত করে, অন্যান্য রাজ্যে তোষণের কাজে নিয়োজিত বলেও মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা হিমন্তবিশ্ব শর্মা। 

অন্যদিকে, কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেছেন, ছত্তিশগড়ে বিজেপির কোনো ইস্যু নেই, তারা শুধু মেরুকরণ করে নির্বাচনে জিততে চায়।বিজেপি নেতাদের বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে বলেও মন্তব্য করেন কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।