মিয়ানমার থেকে মিজোরামে পালিয়ে আসা সেনা জওয়ানদের ফেরত পাঠাল ভারত
(last modified Wed, 15 Nov 2023 08:28:06 GMT )
নভেম্বর ১৫, ২০২৩ ১৪:২৮ Asia/Dhaka
  • মিয়ানমার থেকে মিজোরামে পালিয়ে আসা সেনা জওয়ানদের ফেরত পাঠাল ভারত

মিয়ানমারে সংঘর্ষের ঘটনায় সেখান থেকে পালিয়ে আসা সেনা জওয়ানদের ভারতীয় কর্তৃপক্ষ ফেরত পাঠিয়েছে। গত সোমবার ৪৩ জন সেনা সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরাম সীমান্তে আশ্রয় নিয়েছিল। একইসঙ্গে কমপক্ষে ৫ হাজার বেসামরিক মানুষজন মিজোরামে আশ্রয় নিয়েছে।

মিজোরাম সংলগ্ন মিয়ানমার অঞ্চলে বিদ্রোহী ও ক্ষমতাসীন জান্তার মধ্যে সংঘর্ষের মধ্যে কয়েক হাজার মিয়ানমারের নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মিজোরামে প্রবেশ করেছে।

অনুপ্রবেশকারীদের মধ্যে ৪৩ জন মিয়ানমার সেনা ছিল, যাদের মধ্যে ৪০ জনকে ফেরত পাঠানো হয়েছে। মিজোরাম থেকে তাদের দু’টি এমআই-১৭  হেলিকপ্টারে তুলে মণিপুর-মিয়ানমার সীমান্তের মোরে শহরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বন্ধুত্ব সেতু পার করে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্ভূত পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে প্রকাশ- মিজোরাম পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মীরা অনুপ্রবেশকারীদের সঠিক সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করছে। একই সময়ে মিজোরাম পুলিশের আইজি লালবিয়াকাথাং খিয়াংতে দাবি করেছেন, কমপক্ষে ৫ হাজার মিয়ানমারের নাগরিক মিজোরামে প্রবেশ করেছে।

মিজোরাম পুলিসের আইজি (হেড কোয়ার্টার) লালবিয়াকাথাং খিয়াংতে বলেন, জোকওয়ান সীমান্তের চেকপোস্ট পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে মিয়ানমারের বহু মানুষ। তাদের সঙ্গে সে দেশের সেনারাও রয়েছে।  মিজোরাম প্রশাসন সূত্রে খবর, সীমান্তের অদূরে মিয়ানমার সেনার দু’টি ছাউনি বিদ্রোহীরা দখল করে নিতেই আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে যারা  মিজোরামে চলে এসেছে, তাদের মধ্যে কমপক্ষে ২১ জনের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।  

এদিকে, মিয়ানমার থেকে ব্যাপক অনুপ্রবেশের ঘটনায়  তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে অশান্ত মণিপুরেও। কারণ, মিয়ানমার থেকে পালিয়ে আসা কুকি-চীন গোষ্ঠীর লোকজন মণিপুরকে নতুন করে উত্তপ্ত করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ