বিজেপি বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন হাত গুটিয়ে বসে থাকবে না: শান্তনু সেন
-
ডা. শান্তনু সেন এমপি
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র ডা. শান্তনু সেন এমপি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'বিজেপি কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন হাত গুটিয়ে বসে থাকবে না।' কোলকাতার ধর্মতলায় বিজেপির এক কর্মসূচিতে হাইকোর্টের অনুমতি প্রসঙ্গে তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।
তৃণমূল মুখপাত্র বলেন, ‘আদালতের রায় নিয়ে কিছু বলব না। কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে, বিজেপির কর্মসূচি মানেই সেখানে বিশৃঙ্খলা, সেখানে সন্ত্রাস। অমিত শাহ'র কর্মসূচি মানেই অমিত শাহর উপস্থিতিতে বিজেপির ক্যাডারদের মাধ্যমে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, বিজেপির কর্মসূচি মানেই ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মুঙ্গের থেকে গুণ্ডা নিয়ে এসে বাইরে থেকে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পুলিশকে মারধর করা, দেবজিৎ চ্যাটার্জির মতো এসিপি র্যাঙ্কের কর্মকর্তাকে মেরে হাত-পা ভেঙে দেওয়া, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, কালিয়াগঞ্জে থানা ভাঙচুর করা, পুলিশের উপর আক্রমণ করা। এ সমস্ত বর্বরোচিত আক্রমণগুলো করে বিজেপি তাদের কর্মসূচির মাধ্যমে। আমি বিজেপি নেতৃত্বকে সতর্ক করে দিতে চাই যে, যদি আপনারা আগামীদিনে আবার কর্মসূচির নামে এ ধরণের কাজ করেন তাহলে প্রশাসন কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না।’ ধর্মতলায় বিজেপির সভায় আদালতের অনুমতির পরই বিজেপিকে টার্গেট করে এ ধরণের মন্তব্য করেন শান্তনু সেন।
প্রসঙ্গত, পুলিশের কাছে আগামী ২৯ নভেম্বর কোলকাতার ধর্মতলায় তাদের বিশেষ কর্মসূচি করার অনুমতি চেয়েছিল বিজেপি। সেই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আনার পরিকল্পনা রয়েছে বিজেপির। কিন্তু পুলিশের কাছে এ ব্যাপারে আবেদন করা হলে তারা সেই আবেদন দু’বার ফিরিয়ে দেয়। সভার জন্য জায়গাটি ফাঁকা নেই বলে পুলিশের সাফাইতে জানানো হয়। পুলিশের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। একক বেঞ্চ তাদের সভার ছাড়পত্র দিলে তার বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। কিন্তু আজ ধর্মতলায় বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছে কোলকাতা হাই কোর্ট। একক বেঞ্চের নির্দেশ বহাল রেখেছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এরফলে ওই ইস্যুতে রাজ্য সরকার বড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/২৪