পশ্চিমবঙ্গে বিজেপি তাসের ঘরের মতো ভাঙছে : কুণাল ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i131280-পশ্চিমবঙ্গে_বিজেপি_তাসের_ঘরের_মতো_ভাঙছে_কুণাল_ঘোষ
পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বিজেপি তাসের ঘরের মতো ভাঙছে বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২৫, ২০২৩ ১৮:৫৩ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
    পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।

পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বিজেপি তাসের ঘরের মতো ভাঙছে বলে মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

কুণাল ঘোষ বলেন, কোনো কারণে যারা বিজেপিতে গিয়েছিলেন তারা বিজেপি ছাড়তে চাচ্ছেন, অনেকে তৃনমূলেও যোগ দিতে চাচ্ছেন। এ সময়ে তিনি বিজেপিকে ‘বাংলা বিরোধী’ বলে মন্তব্য করেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এ প্রসঙ্গে আজ বলেন, ‘এটা বাস্তব যে বিজেপি ছাড়তে চাচ্ছে দলে দলে। গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ, দিশাহীন, বাংলা বিরোধী, ফলে বিজেপিতে গিয়ে কোনো রাজনৈতিক কর্মী গিয়ে থাকতে পারছেন না।’

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করে বলেন, ‘আসল বিষয় হচ্ছে, অন্ন-বস্ত্র-বাসস্থান। দেশের সাধারণ মানুষের খাবার, বস্ত্র এবং বাসস্থান। এটা দিতে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার ব্যর্থ হয়েছে। সেই জায়গায় কখনও ধর্মের আফিম, কখনো উগ্রজাতীয়তাবাদ, যুদ্ধ যুদ্ধ ভাব করা হচ্ছে। খেতে দিতে পারছেন না মানুষকে। পরিযায়ী শ্রমিকদের বাঁচাতে পারেননি। যখন ভোট আসছে তারা জানে মানুষ বিজেপিকে ভোট দেবেন না। ফলে কখনও কখনও ধর্ম, কখনো অস্ত্রের ঝনঝনানি, কখনও যুদ্ধ যুদ্ধ ভাব- এসব দিয়ে নজর ঘুরিয়ে ভোটে চেষ্টা করছেন নরেন্দ্র মোদী সরকার।’  কেন্দ্রীয় সরকার বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ইডির অপব্যবহার করছে বলেও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজ মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।