মার্চ ২৯, ২০২৪ ১৭:৫৬ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সংশয়ে কমিশন কর্মকর্তারা

ভারতের পাশ্চিমবঙ্গে প্রথম দফায় ৩ আসনের লোকসভা নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রথম দফায় পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আরও ২০ রাজ্যের ৯৯টি কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা আছে।

গতকাল রাজ্যের অতিরিক্ত মুখ‌্য নির্বাচন কর্মকর্তা অরিন্দম বাগচীর দেয়া তথ‌্য অনুযায়ী, রাজ্যে আসা ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর মধ্যে প্রথম দফার নির্বাচনে তিন কেন্দ্রে মোট ৩৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে নির্বাচন কমিশনের ঘোষণা সত্ত্বেও সেটা বাস্তবে আদৌ সম্ভব কিনা তা নিয়ে খোদ কমিশন কর্মকর্তারা সংশয় প্রকাশ করেছে।

‘ইডি-সিবিআই দিয়ে প্রচারে ব্যাঘাত ঘটাচ্ছে বিজেপি’ কমিশনে নালিশ তৃণমূলের

এদিকে, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিজেপি নির্বাচনি প্রচারে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে বলে অভিয়োগ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ( শুক্রবার) দিল্লিতে নির্বাচন কমিশনে গিয়ে এ অভিযোগ জানান।#

পার্সটুডে/জিএআর/২৯

ট্যাগ