পশ্চিমবঙ্গসহ ৬ রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ কমিশনের
https://parstoday.ir/bn/news/india-i136248
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গসহ সীমান্ত রাজ্যগুলোতে বিশেষ দৃষ্টি দিয়েছে নির্বাচন কমিশন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ০২, ২০২৪ ১৫:৪৪ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গসহ ৬ রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গসহ সীমান্ত রাজ্যগুলোতে বিশেষ দৃষ্টি দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন আজ (মঙ্গলবার) বিজ্ঞপ্তি দিয়ে বাংলাসহ মোট ৬ রাজ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগের কথা জানাল।

পশ্চিমবঙ্গে বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত আইএএস অলোক সিনহা। আর বিশেষ পুলিশ অবজার্ভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অনিল কুমার শর্মাকে।

পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এই ৬ রাজ্যে আপাতত বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এর মধ্যে চার রাজ্যেই প্রথম দফা ভোট ১৯ এপ্রিল। তার আগেই এই পর্যবেক্ষকদের নিয়োগ করা হল।

যেখানে যেদিন ভোটগ্রহণ, সেসব লোকসভা কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তাদের কাজের ওপর নজরদারির দায়িত্ব পালন করবেন এই পর্যবেক্ষকরা।#

পার্সটুডে/জিএআর/২