'মোদীর দানবীয় সরকার, মানুষ প্রতিবাদ করলে মধ্যরাতে এনআইএ'র অভিযান'
https://parstoday.ir/bn/news/india-i136420-'মোদীর_দানবীয়_সরকার_মানুষ_প্রতিবাদ_করলে_মধ্যরাতে_এনআইএ'র_অভিযান'
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছেন, বিজেপির একটা দানবীয় ও অশুভ সরকার। আর সেই সরকারকে নিয়ে মোদী বাবু গ্যারান্টি দিচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৭, ২০২৪ ১৭:১৯ Asia/Dhaka
  • 'মোদীর দানবীয় সরকার, মানুষ প্রতিবাদ করলে মধ্যরাতে এনআইএ'র অভিযান'

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেছেন, বিজেপির একটা দানবীয় ও অশুভ সরকার। আর সেই সরকারকে নিয়ে মোদী বাবু গ্যারান্টি দিচ্ছে।

মমতা বলেন, আপনার গ্যারান্টি মানে নোটবন্দি এবং সিবিআই। মুখ্যমন্ত্রী এনআইকে তোপ দেগে বলেন, এনআইএ, সিবিআই, বিজেপির ভাই ভাই। আর ইডি, ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স। অন্যদিকে, আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষির ভাণ্ডার। বিজেপি সরকারকে অত্যাচারী সরকার বলে মন্তব্য করেন মমতা বন্দোপাধ্যায়।

আজ (রোববার) জঙ্গলমহল ও পুরুলিয়ার জনসভায় এসব কথা বলেন তিনি।

মমতা দলীয় কর্মীদের বলেছেন, বিজেপি অস্ত্র দিয়ে, মাদক মিশিয়ে ভোট লুট করার অপকৌশল নিতে পারে। তাই সবাইকে সাবধানে থাকতে হবে। তিনি বলেন, ‘‘বিজেপি যা করছে, আগামী দিনে মানুষ তাদের র্ঘণার সঙ্গে বর্জন করবে। তবে পঞ্চায়েত নির্বাচনে কিছু ক্ষেত্রে তাদের ভুল হয়েছে বলে তিনি স্বীকার করলেন।#

পার্সটুডে/জিএআর/৭