১০ বছরের উন্নয়ন কেবল ‘ট্রেলার’, আসল উন্নয়ন এখনও বাকি: মোদী
https://parstoday.ir/bn/news/india-i136424-১০_বছরের_উন্নয়ন_কেবল_ট্রেলার’_আসল_উন্নয়ন_এখনও_বাকি_মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১০ বছরে ভারতে কেবল উন্নয়নের ট্রেলর হয়েছে। আসল উন্নয়ন এখনও বাকি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৭, ২০২৪ ১৭:৪৪ Asia/Dhaka
  • ১০ বছরের উন্নয়ন কেবল ‘ট্রেলার’, আসল উন্নয়ন এখনও বাকি:  মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত ১০ বছরে ভারতে কেবল উন্নয়নের ট্রেলর হয়েছে। আসল উন্নয়ন এখনও বাকি।

আজ (রোববার) উত্তরবঙ্গের নির্বাচনি জনসভায় তিনি একথা বলেন। পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা ভোটে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত্র রায় এবং কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিকের পক্ষে ভোট চাইলেন।

আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ভোট হবে।

প্রধানমন্ত্রী গত দশবছরে বিজেপির কর্মকান্ডের নানা ফিরিস্তি তুলে ধরে বলেন, “উত্তরবঙ্গে জি২০ সম্মেলন হয়েছে। রেল যোগাযোগ বেড়েছে। সড়ক তৈরি হয়েছে।” একই সঙ্গে তিনি জানান, কেন্দ্রে মজবুত সরকার থাকলে উত্তরবঙ্গে ব্যবসাবাণিজ্য বাড়বে।

নরেন্দ্র মোদী বলেন, এবারের লোকসভা নির্বাচন শুধ একজন সংসদ সদস্য বাছাইয়ের নির্বাচন নয়, শক্তিশালী দেশ গড়ার নির্বাচন। জলপাইগুড়ির জনসভা থেকে তিনি এসব কথা বলেন।#

পার্সটুডে/জিএআর/৭