কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ঐ-কথা শোভা পায়?’ মমতার প্রশ্ন
https://parstoday.ir/bn/news/india-i136560-কেন্দ্রীয়_স্বরাষ্ট্রমন্ত্রীর_মুখে_ঐ_কথা_শোভা_পায়_’_মমতার_প্রশ্ন
ভারতীয় বিচার ব্যবস্থার ঊর্ধ্বে উঠে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি এ কথা বলতে পারেন? সে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত (বৃহষ্পতিবার) স্বরাষ্ট্রমন্ত্রী একটি  নির্বাচনি জনসভায় ভূপতিনগর কাণ্ড নিয়ে তৃণমূলকে আক্রমণ করে বলেছিলেন, কেউ ছাড় পাবে না। উলটে ঝুলিয়ে সোজা করা হবে।’
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০২৪ ১৭:৩২ Asia/Dhaka
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে ঐ-কথা শোভা পায়?’ মমতার প্রশ্ন

ভারতীয় বিচার ব্যবস্থার ঊর্ধ্বে উঠে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি এ কথা বলতে পারেন? সে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত (বৃহষ্পতিবার) স্বরাষ্ট্রমন্ত্রী একটি  নির্বাচনি জনসভায় ভূপতিনগর কাণ্ড নিয়ে তৃণমূলকে আক্রমণ করে বলেছিলেন, কেউ ছাড় পাবে না। উলটে ঝুলিয়ে সোজা করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী শাহের সেই হুঁশিয়ারি নিয়ে সর্বত্র বিতর্ক চলছে। তৃণমূল সুপ্রিমো মমতা বললেন, এ কথা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শোভা পায়।

তিনি আজ (শুক্রবার) দিনহাটার নির্বাচনি জনসভা থেকে এসব কথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিককে (Nishith Pramanik) কচি হোম মিনিস্টার এবং একজন গুন্ডা বলে কটাক্ষ করেন মমতা বন্দোপাধ্যায়।  নিশীত প্রামাণিক কোচবিহারের বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিরুদ্ধে এনআইকে দিয়ে মা-বোনেদের সম্মানহানি, সিবিআইকে দিয়ে মানুষকে হেনস্তা করা, সংখ্যালঘুদের ভয় দেখোনো এবং কোটি কোটি টাকার ডিল করার মতো অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী।

এদিকে, পশ্চিমবঙ্গে প্রথম দফার লোকসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর সাথে  ১০ হাজার রাজ্য পুলিশও থাকবে। বিরোধীদের দাবি কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করাতে হবে। কিন্তু যেসংখ্যায় কেন্দ্রীয় বাহিনীর সদস্য রয়েছে তাদের পক্ষে বুথ সামলানো, কুইক রেসপন্স টিম সামলানো, এলাকায় টহলদারির মতো কাজ সম্ভব নয় বলেই মনে করছে কমিশন। যে কারণে রাজ্য পুলিশের প্রয়োজন পড়বে বলে কমিশন সূত্র জানিয়েছে।#

পার্সটুডে/জিএআর/১২