দূতাবাস ও বাণিজ্যক্ষেত্রে আরবি বিষয়ে পড়ুয়াদের কাজের সুযোগ রয়েছে: আহমদ হাসান
https://parstoday.ir/bn/news/india-i69679-দূতাবাস_ও_বাণিজ্যক্ষেত্রে_আরবি_বিষয়ে_পড়ুয়াদের_কাজের_সুযোগ_রয়েছে_আহমদ_হাসান
ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান এমপি বলেছেন, আরবি বিষয়ে পড়ুয়াদের দূতাবাস ও বাণিজ্যক্ষেত্রে ভালো কাজের সুযোগ রয়েছে। আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১৮, ২০১৯ ২৩:৩০ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন আহমদ হাসান ইমরান এমপি
    বক্তব্য রাখছেন আহমদ হাসান ইমরান এমপি

ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান এমপি বলেছেন, আরবি বিষয়ে পড়ুয়াদের দূতাবাস ও বাণিজ্যক্ষেত্রে ভালো কাজের সুযোগ রয়েছে। আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন। 

এদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে আরবি বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র ও সদ্য বহুজাতিক সংস্থা ‘অ্যামাজন’-এ ওই বিভাগ থেকে প্রথম চাকরি পাওয়া ৯ ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আহমদ হাসান ইমরান বলেন, ‘আগে আরবি শিক্ষা ও জ্ঞান লাভের ক্ষেত্রে চর্চা ছিল। ইউরোপসহ বহু দেশে আরবিতে কথা বলা, গবেষণা করা, চিঠি লেখার চলন ছিল। ইংরেজদের কারণে আরবি শিক্ষা চর্চার সেই ঐতিহ্যের অবক্ষয় হয়েছে। আরবি শিক্ষার অগ্রগতি ঘটাতে ছাত্র-ছাত্রী, গবেষক ও শিক্ষকদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলা ভাষায় আরবির মিশ্রণ রয়েছে যা সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। আরবি থেকে আট হাজার শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে। ইংরেজরা বাংলা ভাষা চর্চার নামে আরবি-ফার্সি ভাষা নির্মূল করেছিল। আরবি-ফার্সি থেকে আসা বহু শব্দ বাংলা অভিধান থেকে বিলুপ্ত করা হয়েছিল।’

আলিয়া বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা চর্চার পাশাপাশি ইংরেজি ভাষাকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন আহমদ হাসান ইমরান।

ছাত্রদের সংবর্ধনা পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ও বিধায়ক আবদুল গণি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মাতিন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান অধ্যাপক ড. মশিউর রহমান, অধ্যাপক সাইদুর রহমান, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক বদিউর রহমানসহ বিশিষ্টজনের উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮