নেপালি পুলিশের গুলিবর্ষণে ১ ভারতীয় নিহত, আহত ২
ভারত-নেপাল সীমান্তের সীতামারহি জেলায় নেপাল পুলিশের গুলিবর্ষণের ফলে বিকাশ রাই (২৫) ভারতীয় এক যুবক নিহত এবং উমেশ রাম ও উদয় ঠাকুর নামে অন্য দু'জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এছাড়া লগন রাই নামে অন্য একজনকে নেপালি পুলিশ আটক করেছে।
আজ (শুক্রবার) সকালে ভারতের বিহার রাজ্যের সীমান্তবর্তী সীতামারহি এলাকায় ওই ঘটনা ঘটেছে। কমপক্ষে ১৬ রাউন্ড গুলি চলছে বলে খবর।
নিহত বিকাশ রাইয়ের বাবা নাগেশ্বর রাই বলেন, তার ছেলে কৃষি জমিতে কাজ করছিল। এটি নেপালের নারায়নপুরের অধীনে পড়ে। একসঙ্গে ৫/৬ জন ছিল, তারমধ্যে আমার ছেলে ছিল। তার বুকে গুলি লেগেছে। কমপক্ষে ১৬/১৭ রাউন্ড গুলি চলেছে বলেও তিনি জানান।
গণমাধ্যম সূত্রে প্রকাশ, সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা থাকায় বর্তমানে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী এসএসবি এবং স্থানীয় পুলিশ সীমান্তে দাঁড়িয়ে আছে। অন্যদিকে, নেপালি সেনাবাহিনীও নারায়ণপুর সীমান্তে শিবির স্থাপন করেছে।
বিহার পুলিশের পক্ষ থেকে ওই গুলিবর্ষণ এবং হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও সীতামারহির পুলিশ সুপার ঘটনাস্থলে যান। তাদের দাবি, এলাকাটি নেপালের আওতাধীন।
পুলিশ জানিয়েছে, জানকীনগর সীমান্তে নেপাল আর্মস ফোর্সের গুলিবর্ষণের ফলে এক ভারতীয় মারা গেছেন এবং অন্য দু'জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারত ও নেপালের মধ্যে ১,৮৫০ কিলোমিটার মুক্ত সীমান্ত রয়েছে। কাজের জন্য এবং আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাতের জন্য দুই পারের লোকজনই সীমান্ত পেরিয়ে নিয়মিত যাতায়াত করে থাকে।
করোনাভাইরাসের কারণে গত ২২ মার্চ আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিয়েছিল নেপাল। এরপরে গত ১৭ মে বেশ কিছু ভারতীয় সীমান্ত পেরোনোর চেষ্টা করলে নেপাল পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলিবর্ষণ করেছিল। কিন্তু এবার শূন্যে গুলিবর্ষণ নয়। নেপাল পুলিশের গুলিবর্ষণের ফলে হতাহতের ঘটনা ঘটল।
হিন্দি টিভি চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে প্রকাশ, নেপালি নিরাপত্তা বাহিনী এক ভারতীয় নাগরিককে আটক করেছে, তার মুক্তির জন্য আলোচনা চলছে। ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী এসএসবি’র মহাপরিচালক কে রাজেশ চন্দ্র বলেন, আজ সকাল ৮ টা ৪০ নাগাদ ওই ঘটনা ঘটেছে। একটি পরিবার নেপালে যাচ্ছিল, তাদের নেপালি সুরক্ষা বাহিনী সীমান্তে থামিয়ে দিয়ে ফিরে যেতে বলেছিল। এই বিষয়টি নিয়ে বিতর্ক হয়। এসময় নেপালি নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করলে তিনজন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে একজন মারা গেছে।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।