নেহরু বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্র নেতা ওমর খালিদ গ্রেফতার, নিন্দার ঝড়
https://parstoday.ir/bn/news/india-i83060-নেহরু_বিশ্ববিদ্যালয়ে_সাবেক_ছাত্র_নেতা_ওমর_খালিদ_গ্রেফতার_নিন্দার_ঝড়
ভারতের রাজধানী দিল্লিতে গত ফেব্রুয়ারির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল সেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সমাজকর্মী ওমর খালিদকে গ্রেফতার করেছে। দীর্ঘ ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসবাদ শেষে গতকাল (রোববার) দিবাগত রাত ১১ টায় গ্রেফতার করে। দিল্লির শাহীনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন চলাকালীন, সেখানে তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলেও অভিযোগ।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০২০ ১৩:৪৫ Asia/Dhaka
  • ওমর খালিদ
    ওমর খালিদ

ভারতের রাজধানী দিল্লিতে গত ফেব্রুয়ারির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দিল্লি পুলিশের স্পেশাল সেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট সমাজকর্মী ওমর খালিদকে গ্রেফতার করেছে। দীর্ঘ ১১ ঘণ্টা ধরে জিজ্ঞাসবাদ শেষে গতকাল (রোববার) দিবাগত রাত ১১ টায় গ্রেফতার করে। দিল্লির শাহীনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন চলাকালীন, সেখানে তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলেও অভিযোগ।  

ওমর খালিদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা দায়ের হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে বিভিন্নমহল থেকে সরকার ও পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়েছে।

এদিন রাতেই ওমর খালিদের বাবা কাশিম রসুল ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘স্পেশাল সেল রাত ১১ টায় আমার ছেলে ওমর খালিদকে গ্রেপ্তার করেছে। দুপুর ১ টা থেকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল। তাকে দিল্লির দাঙ্গা মামলায় ফাঁসানো হয়েছে।’

অধ্যাপক অপূর্বানন্দ এবং সমাজকর্মী হর্ষ মন্দারের মতো ১২ জন সেলিব্রিটি ওমর খালিদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে এক যৌথবিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়- ‘যারা দেশের সাংবিধানিক মূল্যবোধের পক্ষে কথা বলেন সেইসব সাহসী তরুণ কণ্ঠস্বরের মধ্যে ওমর খালিদকে অন্যতম’।

বিশিষ্ট সমাজকর্মী হর্ষ মন্দার বলেন, ওমর খালিদ সেই হাজার হাজার কণ্ঠের মধ্যে একজন, যারা বিশেষত শান্তিপূর্ণ, অহিংস এবং গণতান্ত্রিক উপায়ে দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে সংবিধানের পক্ষে বক্তব্য রেখেছিলেন।

অধ্যাপক অপূর্বানন্দ এবং সমাজকর্মী হর্ষ মন্দারের মতো ১২ জন সেলিব্রিটি যৌথ বিবৃতিতে বলেছেন, ‘শান্তিপূর্ণ ‘সিএএ’ বিরোধী বিক্ষোভকারীদের টার্গেট  করে একটি বিদ্বেষপূর্ণ তদন্তের অংশ হিসেবে ওমর খালিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইউএপিএ, রাষ্ট্রদ্রোহিতা ও ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গভীর দুঃখের সাথে আমাদের বলতে কোনও সন্দেহ নেই যে ওই তদন্তটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে জাতীয় রাজধানীতে সহিংসতা নিয়ে নয়, বরং অসাংবিধানিক ‘সিএএ’র বিরুদ্ধে দেশজুড়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিক্ষোভের বিষয়ে হয়েছে।’

‘ইউনাইটেড এগেনস্ট হেট’ সংগঠন এক বিবৃতিতে বলেছে, দিল্লি পুলিশ দাঙ্গার তদন্তের ছদ্মবেশে বিক্ষোভকে অপরাধীকরণ করার চেষ্টা করছে। বিবৃতিতে বলা হয়,  ‘ভীতি প্রদর্শনের এই সমস্ত পদ্ধতি সত্ত্বেও, ‘সিএএ’ এবং ‘ইউএপিএ’র মতো নিষ্ঠুর আইনগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত  থাকবে।’

‘স্বরাজ অভিযান’-এর নেতা ও বিশিষ্ট সমাজকর্মী যোগেন্দ্র যাদব, ওমর  খালিদের গ্রেপ্তারে অবাক হয়েছেন। যাদব বলেন, আমি অবাক হয়েছি যে ওমর খালিদের মতো একজন তরুণ, ভাল চিন্তাভাবনা এবং আদর্শবাদী সমাজকর্মীর বিরুদ্ধে ‘ইউএপিএ’ অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে! খালিদ সবসময় সহিংসতা ও সাম্প্রদায়িকতার বিরোধিতা দিল্লি পুলিশ ভারতের ভবিষ্যতকে বেশিদিন থামাতে পারবে না বলেও যোগেন্দ্র যাদব মন্তব্য করেন।

সমাজকর্মী ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী শেহলা রশিদ কটাক্ষ করে বলেছেন,  ওই মামলাটি মোদির শিক্ষামূলক প্রশংসাপত্র ও বৈবাহিক অবস্থানের মতোই ভুয়া।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।