কৃষি বিল নিয়ে অনড় বিরোধীরা, একনাগাড়ে রাজ্যসভার অধিবেশন বয়কটের ঘোষণা
https://parstoday.ir/bn/news/india-i83267-কৃষি_বিল_নিয়ে_অনড়_বিরোধীরা_একনাগাড়ে_রাজ্যসভার_অধিবেশন_বয়কটের_ঘোষণা
ভারতে কৃষি বিল নিয়ে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সংঘাত নয়া মোড় নিয়েছে। রাজ্যসভা থেকে যে ৮ এমপিকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের সাসপেনশন প্রত্যাহারসহ তিনদফা দাবি না মানা হলে তারা সংসদের চলতি অধিবেশনের বাকি দিনগুলো একনাগাড়ে বয়কটের ঘোষণা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২০ ১৬:৪৩ Asia/Dhaka
  • কৃষি বিল নিয়ে অনড় বিরোধীরা, একনাগাড়ে রাজ্যসভার অধিবেশন বয়কটের ঘোষণা

ভারতে কৃষি বিল নিয়ে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সংঘাত নয়া মোড় নিয়েছে। রাজ্যসভা থেকে যে ৮ এমপিকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের সাসপেনশন প্রত্যাহারসহ তিনদফা দাবি না মানা হলে তারা সংসদের চলতি অধিবেশনের বাকি দিনগুলো একনাগাড়ে বয়কটের ঘোষণা করেছেন।

আজ (মঙ্গলবার) রাজ্যসভার বিরোধীদলনেতা ও কংগ্রেসের সিনিয়র নেতা গুলামনবী আজাদ ওই ঘোষণা করেন। আজ সকাল ৯ টায় রাজ্যসভার অধিবেশন শুরু হলে জিরো আওয়ারে অধিবেশন বয়কটের ঘোষণা করেন গুলামনবী আজাদ। তিনদফা দাবি পেশ করেন তিনি। এই তিনটি দাবি  পূরণ না হলে বিরোধী এমপি’রা অধিবেশনে ফিরে আসবেন না বলে তিনি জানিয়ে দেন। এরপর রাজ্যসভা থেকে একযোগে কংগ্রেস, তৃণমূলসহ বিরোধী এমপি’রা ওয়াকআউট করেন। বিরোধীদের তিন দাবির মধ্যে রয়েছে, ৮ এমপি’র সাসপেনশন প্রত্যাহার করতে হবে। বেসরকারি সংস্থা বা প্রতিনিধি কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কিনলে নূন্যতম সহায়ক মূল্যের কমে কিনতে পারবে না, কৃষি বিলে এই ধারা অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া  এমএস স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে কৃষি পণ্যের সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে।

গত (রোববার) কৃষি বিল ইস্যুতে বিরোধীদলীয় এমপি ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের মধ্যে মতবিরোধের জেরে তুমুল গোলযোগ ও হট্টগোলের সৃষ্টি হয়। বিরোধীদের দাবি ছিল বিতর্কিত ওই বিল পর্যালোচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। বিলের ওপরে বিরোধীদের ভোটাভুটির দাবিও মানা হয়নি। ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিতর্কিত ওই বিল। এভাবে ধ্বনি ভোটে বিল পাশ করানোর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিরোধী এমপি’রা। কিন্তু বিরোধীদের প্রতিবাদের ধরনে ক্ষুব্ধ হয়ে  ডেপুটি চেয়ারম্যান তৃণমূলের ডেরেক ও’ ব্রায়েন এবং দোলা সেন, কংগ্রেসের রাজীব শতাভ, রিপুন বরা এবং সৈয়দ নাসির হুসেন, সিপিএমের কে কে রাগেশ, এলাম আরাম করিম এবং আম আদমি পার্টির সঞ্জয় সিংকে সাসপেন্ড সংসদের বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করেন। এরপরেই কৃষি বিল ইস্যুতে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে একনাগাড়ে আন্দোলনে নামার কর্মসূচি হাতে নিয়েছেন।

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।