ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন ও অভিন্ন দেওয়ানি বিধির দাবি তুললেন বিজেপি এমপি
https://parstoday.ir/bn/news/india-i83309-ভারতে_জনসংখ্যা_নিয়ন্ত্রণ_আইন_ও_অভিন্ন_দেওয়ানি_বিধির_দাবি_তুললেন_বিজেপি_এমপি
ভারতের ঝাড়খণ্ডের বিজেপি নেতা নিশিকান্ত দুবে এমপি সংসদের নিম্নকক্ষ লোকসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন তৈরির করার দাবি জানিয়েছেন। নিশিকান্ত দুবে বলেন, আমরা করোনার সময়ে যা দেখেছি, এদেশে সম্পূর্ণ জনসংখ্যা নিয়ন্ত্রণ হওয়া উচিত। অন্যথায় পুরো জনবিন্যাস বদলে যাবে এবং দেশের গণতন্ত্রও বিপদে পড়বে। আজ (বুধবার) বিজেপি নেতা ও এমপি নিশিকান্ত দুবে’র ওই মন্তব্য গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২০ ২২:১৬ Asia/Dhaka
  • ভারতের ঝাড়খণ্ডের বিজেপি নেতা নিশিকান্ত দুবে এমপি
    ভারতের ঝাড়খণ্ডের বিজেপি নেতা নিশিকান্ত দুবে এমপি

ভারতের ঝাড়খণ্ডের বিজেপি নেতা নিশিকান্ত দুবে এমপি সংসদের নিম্নকক্ষ লোকসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন তৈরির করার দাবি জানিয়েছেন। নিশিকান্ত দুবে বলেন, আমরা করোনার সময়ে যা দেখেছি, এদেশে সম্পূর্ণ জনসংখ্যা নিয়ন্ত্রণ হওয়া উচিত। অন্যথায় পুরো জনবিন্যাস বদলে যাবে এবং দেশের গণতন্ত্রও বিপদে পড়বে। আজ (বুধবার) বিজেপি নেতা ও এমপি নিশিকান্ত দুবে’র ওই মন্তব্য গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে।

নিশিকান্ত দুবে’আরও বলেন, অনেক বাংলাদেশিও এখানে নাগরিক হয়ে যাচ্ছেন। যদি তপসিলি জাতির মতো তপসিলি উপজাতিও ধর্ম পরিবর্তন করে তাহলে তাদের সংরক্ষণ (শিক্ষা ও চাকরিতে) পাওয়া উচিত নয়। দেশে সংখ্যালঘু তোষণের একটি প্রবণতা রয়েছে, কারণ এরমধ্যে প্রথমত জনবিন্যাসের পরিবর্তন এবং দ্বিতীয়ত, ভোট ব্যাঙ্কের রাজনীতি সক্রিয় রয়েছে।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় দেখা যায় যে তফসিলি উপজাতির লোকেরা ধর্মান্তরিত হচ্ছেন। সুতরাং, আমি দাবি করছি যে একটি ব্যবস্থা তৈরি করা উচিত তফসিলি উপজাতি থেকে যারা ধর্মান্তরিত হয় তারা সংরক্ষণ সুবিধা পাবে না। (জম্মু-কাশ্মীর থেকে) ৩৭০ ধারা অপসারণের পরে এখন দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন কার্যকর এবং অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা উচিত বলেও বিজেপি এমপি নিশিকান্ত দুবে মন্তব্য করেন।

এ প্রসঙ্গে আজ (বুধবার) পশ্চিমবঙ্গের ‘বন্দি মুক্তি কমিটি’র সাধারণ সম্পাদক ছোটন দাস রেডিও তেহরানকে বলেন, ‘অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের দাবি বিজেপি’র কর্মসূচিতে আছে। তারা ওই ইস্যুতে ‘জল মেপে দেখার চেষ্টা’ করছে যে প্রতিক্রিয়া কী হয়। ভারতের বৈচিত্রকে নষ্ট করা, ধ্বংস করার কর্মসূচি নিয়েছে বিজেপি, তারা সেই কর্মসূচিকে কার্যকর করার উদ্যোগ নিতে চলেছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে এমপি’র বক্তব্য।’  

ছোটন দাস

তিনি বলেন, ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে ওরা সংখ্যালঘুদের সম্পর্কে যা বলছেন সেটা তো ভারতের ৮৬ শতাংশ মানুষ হল সংখ্যাগুরু। আসলে তারা সংখ্যালঘুদের দেখিয়ে তারা সংখ্যাগুরুদের অর্থাৎ হিন্দুদেরই অসুবিধায় ফেলা, বিপদে ফেলার পরিকল্পনা করছেন। কৃষি বিল থেকে শুরু করে, শ্রম আইন ইত্যাদিতে বিজেপি কার্যত হিন্দু মানুষদেরই অসুবিধায় ফেলছেন। তাদেরকেই বেশি বেশি করে কষ্ট দুঃখের মধ্যে ফেলছে।’#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।