ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেরিলা হামলায় পুলিশ কর্মকর্তা, স্ত্রী ও কন্যা নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় একজন বিশেষ পুলিশ কর্মকর্তাসহ তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। আজ (সোমবার) ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশ, ওই ঘটনায় এসপিও ফৈয়াজ আহমেদ, তার স্ত্রী ও কন্যা নিহত হয়েছেন।
গণমাধ্যমে প্রকাশ, গতকাল (রোববার) রাত সোয়া ১০ টা নাগাদ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় হামলাকারীরা ৪১ বছর বয়সী স্পেশাল পুলিশ অফিসার (এসপিও) ফৈয়াজ আহমেদের বাসায় ঢুকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের সাহায্যে এলোপাথাড়ি গুলিবর্ষণ করায় তাঁরা নিহত হয়েছেন।
ওই ঘটনায় গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালের উদেশ্যে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা ফৈয়াজ আহমেদকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরেই মারা যান তার স্ত্রী।
আজ (সোমবার) ‘জাগরণ ডট কম’ হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, আহত পুলিশ কর্মকর্তার কন্যাকে উন্নত চিকিৎসার জন্য অনন্তনাগ জেলা হাসপাতালে পাঠানো হলে গভীর রাতে তার মৃত্যু হয়।
পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে বলা হয় সন্ত্রাসীরা অবন্তিপোরার হরিপরিগাম এলাকায় এসপিওর উপরে এলোপাথাড়ি গুলিবর্ষণ করেছে। ওই সন্ত্রাসী হামলায় ফৈয়াজ, তার স্ত্রী ও কন্যা মারাত্মকভাবে আহত হয়েছেন। গোটা এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসীদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে ফৈয়াজ ও তাঁর স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
ওই ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে হামলাকারীদের ধরার জন্য তল্লাশি চালাচ্ছে। #
পার্সটুডে/এমএএইচ/এমএমআই/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।