উত্তর প্রদেশে মিয়াঁগঞ্জের নাম মায়াগঞ্জ করার প্রস্তাব পাস
ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে মিয়াঁগঞ্জের নাম মায়াগঞ্জ করার প্রস্তাব পাস হয়েছে। জেলা প্রশাসক রবীন্দ্র কুমার ওই প্রস্তাবটি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন।
আজ (বুধবার) হিন্দি গণমাধ্যম ‘দৈনিক ভাস্কর’ জানিয়েছে, প্রথমে মিয়াঁগঞ্জ ব্লকে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েতের উন্মুক্ত সভায় মিয়াঁগঞ্জের নাম পরিবর্তন করে ‘মায়াগঞ্জ’ করার প্রস্তাব পাস করা হয়। ওই সভার পরে, বিডিও (সমষ্টি উন্নয়ন কর্মকর্তা) তাঁর প্রতিবেদন তহসিলকে পাঠান। এরপরে তহসিলও একটি সভা করে মিয়াঁগঞ্জের নাম ‘মায়াগঞ্জ’ হিসেবে অনুমোদন করে এবং ওই প্রস্তাবটি জেলা প্রশাসক রবীন্দ্র কুমারের কাছে পাঠায়।
উন্নাওয়ের জেলা প্রশাসক রবীন্দ্র কুমার বলেন, আমি সমস্ত চিঠির উদ্ধৃতি দিয়ে অতিরিক্ত মুখ্য সচিব পঞ্চায়েতি রাজের কাছে ওই প্রস্তাব পাঠিয়েছি। এর পাশাপাশি, পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য তাদের কাছে একটি চিঠিও লেখা হয়েছে। শুধু তাই নয়, স্থানীয় বিধায়ক বম্বালাল দিবাকরও ‘মিয়াঁগঞ্জ’ নাম পরিবর্তনের জন্য চিঠি লিখেছেন।
বলা হচ্ছে, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের সময়ে, যখন যোগি আদিত্যনাথ (মুখ্যমন্ত্রী) নির্বাচনী সফরে ছিলেন, তিনি এখানকার জনগণকে মিয়াঁগঞ্জের নাম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি নামের রাজনীতির পরিপ্রেক্ষিতে স্থানীয় জেলা পঞ্চায়েতের সভায় ফিরোজাবাদ ও সম্ভালের নাম পরিবর্তনের প্রস্তাবও পাশ হয়েছে। এভাবে গত ৩ মাসের মধ্যে উত্তর প্রদেশে ৪টি শহরের নাম পরিবর্তনের প্রস্তাব পাস হয়েছে। মাত্র 8 দিন আগে, জেলা পঞ্চায়েতের সভায় ‘আলীগড়’কে হরিনগরে রূপান্তরের প্রস্তাব পাস হয়েছে। আলীগড় জেলা পঞ্চায়েতের বৈঠকে কেহরি সিং এবং উমেশ যাদব আলীগড়ের নাম পরিবর্তনের প্রস্তাব পাশ করেন। অন্যদিকে, ‘মঈনপুরী’কেও মায়ননগর করার জন্য জেলা পঞ্চায়েত বোর্ডের সভায় একটি প্রস্তাব পাশ করা হয়েছে। এরআগে, ফিরোজাবাদের নাম পরিবর্তন করে চন্দ্রনগর এবং সম্ভালকে পৃথ্বীরাজ নগর করার প্রস্তাব পাশ হয়েছে।
উত্তর প্রদেশে বিজেপির ফায়ারব্রান্ড নেতা মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার পর থেকে আনুষ্ঠানিকভাবে গত ৪ বছরে ইলাহাবাদের নাম পরিবর্তন করে ‘প্রয়াগরাজ’ এবং ফৈজাবাদের নাম পরিবর্তন করে ‘অযোধ্যা’ করেছে। একইসঙ্গে মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে দীনদয়াল উপাধ্যায় স্টেশন করা হয়েছে। বর্তমানে, নাম পরিবর্তনের তালিকায় আধা ডজনেরও বেশি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। এই লাইনে মুজাফফরনগরের নাম পরিবর্তন করে লক্ষ্মীনগর, মীর্জাপুরকে বিন্ধ্যধাম, গাজীপুরকে গাধীপুরী, করার দাবি গত চার বছর ধরে উঠছে।
এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ আজ (বুধবার) রেডিও তেহরানকে বলেন, ‘উত্তর প্রদেশে যোগি আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে আলীগড়ের নাম পাল্টে হরিগড় রাখা, মিয়াঁগঞ্জের নাম পাল্টে মায়াগঞ্জ করা এসব চক্রান্ত মানুষ প্রত্যাখ্যান করবে। আসন্ন বিধানসভা নির্বাচনে যোগি আদিত্যনাথের বিজেপি সরকারের পতন হবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।’ বিধানসভা নির্বাচনে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটবাক্সে ভোট দিয়ে যোগি আদিত্যনাথ সরকারের পতন ঘটাতে বদ্ধপরিকর রয়েছে বলেও ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।