ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশনে ১ বছরে ১৬৭০ অভিযোগ দায়ের
https://parstoday.ir/bn/news/india-i98150-ভারতের_জাতীয়_সংখ্যালঘু_কমিশনে_১_বছরে_১৬৭০_অভিযোগ_দায়ের
গতবছর সারা দেশ থেকে ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশনে মোট ১ হাজার ৬৭০টি অভিযোগ দায়ের করা হয়েছিল। কমিশনের বার্ষিক প্রতিবেদনে ওই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। জাতীয় সংখ্যালঘু কমিশনের বার্ষিক প্রতিবেদনে ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০৩, ২০২১ ১৩:২৪ Asia/Dhaka
  • ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশনে ১ বছরে ১৬৭০ অভিযোগ দায়ের

গতবছর সারা দেশ থেকে ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশনে মোট ১ হাজার ৬৭০টি অভিযোগ দায়ের করা হয়েছিল। কমিশনের বার্ষিক প্রতিবেদনে ওই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। জাতীয় সংখ্যালঘু কমিশনের বার্ষিক প্রতিবেদনে ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

এতে দেশজুড়ে কমিশন কর্তৃক প্রাপ্ত অভিযোগের সংখ্যা, যেসব রাজ্য থেকে বেশি অভিযোগ পাওয়া গেছে এবং কোন ক্ষেত্রে অধিক অভিযোগ দায়ের করা হয়েছে, সেসব সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।

কমিশনের রিপোর্ট অনুযায়ী, একবছরে সারা দেশ থেকে মোট ১৬৭০ টি অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে ৮১৬ টি অভিযোগ শুধুমাত্র উত্তর প্রদেশ থেকে এসেছে। একইসঙ্গে দিল্লি থেকে মোট ১৪৬ টি অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া, মহারাষ্ট্র থেকে, ৮৯ টি, হরিয়ানা থেকে, ৬৪টি, উত্তরাখণ্ড থেকে ৫৫৭, টি, মধ্যপ্রদেশ থেকে ৫২ টি এবং কেরালা থেকে ৪৩ টি এবং অসম ও বিহার থেকে ২৪ এবং ২৭ টি অভিযোগ কমিশনে নথিভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, কমিশন লাক্ষাদ্বীপ, গোয়া এবং আন্দামান ও নিকোবর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ের  মতো রাজ্য থেকে একটি করে মাত্র অভিযোগ পেয়েছে। জাতীয় সংখ্যালঘু কমিশন কর্তৃক প্রাপ্ত ১ হাজার ৬৭০টি অভিযোগের মধ্যে বেশিরভাগই আইন-শৃঙ্খলা সম্পর্কিত, যার মোট সংখ্যা ১০১৯। এরমধ্যে ৬১৫ টি মামলা শুধুমাত্র উত্তর প্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত।

কমিশন কর্তৃক প্রাপ্ত মোট ১৬৭০টি অভিযোগের মধ্যে ১ হাজার ২৩২ টি অভিযোগ কমিশনে কেবল মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে করা হয়েছে। এরপরে, খ্রিস্টান সম্প্রদায় থেকে ১২৯ টি এবং শিখ সম্প্রদায় থেকে ১০৬ টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। শুধুমাত্র উত্তর প্রদেশে, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে কমিশনের কাছে ৭২৮ টি অভিযোগ দেওয়া হয়েছে। একইসময়ে, রাজধানী দিল্লি থেকে মুসলিমদের কাছ থেকে ১০১টি অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে মোট ৮৬টি ঘটনা আইন-শৃঙ্খলা সম্পর্কিত। এ ছাড়া বৌদ্ধ ৪৩, পার্সি ৫৫১, জৈন এবং অন্যান্য সম্প্রদায়ের কাছ থেকে ১০৪ টি অভিযোগ পেয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।