ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প; ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রেসিডেন্টের নির্দেশ
https://parstoday.ir/bn/news/iran-i100008-ইরানের_দক্ষিণ_পূর্বাঞ্চলে_৬.৪_মাত্রার_ভূমিকম্প_ক্ষতিগ্রস্তদের_সহায়তায়_প্রেসিডেন্টের_নির্দেশ
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। হরমুজগান প্রদেশের কেশম দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হরমুজগানের আশেপাশের প্রদেশগুলোতেও তা অনুভূত হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ১৪, ২০২১ ২১:২১ Asia/Dhaka
  • ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প; ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রেসিডেন্টের নির্দেশ

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। হরমুজগান প্রদেশের কেশম দ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হরমুজগানের আশেপাশের প্রদেশগুলোতেও তা অনুভূত হয়েছে।

একইভাবে এই ভূমিকম্প সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। 

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, ভূমিকম্পের পরপরই কেশম দ্বীপসহ আশেপাশের কয়েকটি জেলায় উদ্ধারকর্মীরা তৎপরতা শুরু হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে যেতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অবিলম্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে। #  

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।