‘ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারো নেই’
(last modified Mon, 15 Nov 2021 00:52:07 GMT )
নভেম্বর ১৫, ২০২১ ০৬:৫২ Asia/Dhaka
  • ‘ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারো নেই’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইরানের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র ও অন্যায় আচরণ সত্ত্বেও শত্রুদের নিপীড়নমূলক নিষেধাজ্ঞার ফলে ইরান আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হতে শিখেছে।

তিনি রোববার ইমাম খামেনেয়ী ইউনিভার্সিটি অব মেরিটাইম সাইন্স এন্ড টেকনোলজি পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন।

ইরানের ইসলামি বিপ্লবকে ঐশী প্রতিশ্রুতির বাস্তবায়ন উল্লেখ করে জেনারেল সালামি বলেন, স্বাধীনভাবে একটি দেশের টিকে থাকার জন্য জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতিসহ নানা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রয়োজন হয় যা ইরান অর্জন করতে সক্ষম হয়েছে।

আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, ইরানি জনগণ ছাড়া অন্য কাউকে এদেশের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া হবে না। তিনি আরো বলেন, ইরানের সামরিক শক্তির ক্রমবর্ধমান উন্নতি রোধ করার শক্তি কারো নেই।

মেজর  জেনারেল হোসেইন সালামি স্পষ্ট করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশ্বকে এই বার্তা দিতে চায় যে, এই বাহিনী ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অনুমতি কাউকে দেবে না।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।