শ্রোতাদের মতামত
‘চিঠিপত্রের আসর প্রিয়জন, কেড়েছে সবার মন’
জনাব, সালাম ও শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। কিছু দিন হলো- দু বেলা পরীক্ষা আরম্ভ চলছে। তাই সারাদিন পরিশ্রম ও ব্যস্ততা শেষে বাড়ি ফিরে আবার চিঠি লেখার মানসিকতা থাকে না। এ কারণে কয়েকদিন হলো চিঠি লেখায় ছন্দপতন ঘটেছে। পরীক্ষা শেষে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসব।
২০ ডিসেম্বর শত ব্যস্ততার মধ্যেও প্রিয়জন আসর শুনে চিঠি না লেখে থাকতে পারলাম না। এটি ছিল সুন্দর, অনবদ্য, মনোমুগ্ধকর ও দারুণভাবে উপভোগ্য একটি অনুষ্ঠান। এ আসরটিও শুরু হয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একখানি পবিত্র হাদিস দিয়ে।
"কোনো ব্যক্তি তোমাদেরকে উপকার করলে তাকে তার বিনিময় দেবে। আর যদি তোমাদের কিছু না থাকে তাহলে প্রশংসা কর। কেননা, নিশ্চয় প্রশংসা হলো প্রতিদান।" - দারুণ শিক্ষণীয় এই হাদিসের পর একে একে নাসির মাহমুদ ভাই ও আকতার জাহান-এর অনবদ্য উপস্থাপনা ও পরিবেশনায় অনুষ্ঠানে শ্রোতাদের মনের মণিকোঠায় সঞ্চিত ভালোবাসা উজাড় করে দেওয়া অনুপম মাধুর্যপূর্ণ চিঠিগুলো তুলে ধরা হলো। সুন্দর লালিত্যপূর্ণ মণিমুক্তা সদৃশ এক একটি চিঠি দারুণভাবে উপভোগ করতে থাকি।
সুন্দর সাজানো গোছানো জমজমাট প্রিয়জন আসর শুনে সত্যিই মুহূর্তের মধ্যে নিজেকে হারিয়ে ফেললাম প্রিয়জনের ভালোবাসার অকুল সাগরে। এক পর্যায়ে ২০২১ সালের অনুষ্ঠানমালা ও শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে পশ্চিম বাংলার শ্রোতা বন্ধু এস এম নাজিম উদ্দিন ভাই-এর বিশ্লেষণধর্মী ভয়েস মেইলটি অনুষ্ঠানকে এক নতুন মাত্রা প্রদান করেছে। তার দীর্ঘ বক্তব্য শুনে সত্যি অভিভূত হলাম। অনুষ্ঠান-এর সর্ববিষয় আলোকপাত করে দেওয়া বক্তব্যটি ছিল সুন্দর ও গঠনমূলক।
অন্যান্যবারের মতো এ পর্বেও ক্লাব কার্যক্রমণিকায় ছিল বাংলাদেশের দুটি সচেতন রেডিও তেহরান প্রেমী ক্লাবের দীর্ঘ কার্যতালিকা যা অন্যান্য ক্লাবকেও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠান শেষে প্রতিবারের মতো ছিল বেশ সুন্দর একটি গান। আমিরুল মোমেনীন মানিকে কণ্ঠে জীবনঘনিষ্ঠ গানটি শুনে মন প্রাণ ভরে গেল।
রেডিও তেহরান সুন্দর সফল একটি প্রিয়জন আসর উপহার দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
ধন্যবাদান্তে,
আব্দুস সালাম সিদ্দিক,
সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব,
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।