‘এটি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার’
https://parstoday.ir/bn/news/iran-i102200-এটি_আমার_জীবনের_সবচেয়ে_বড়_পুরস্কার’
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার কাম্য।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
জানুয়ারি ০৭, ২০২২ ১২:৪৭ Asia/Dhaka
  • ‘এটি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার’

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার কাম্য।

২০২০ সালে করোনা মহামারীর মাঝামাঝি সময়ে রেডিও তেহরানের সাথে আমার পরিচয় আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সভাপতি জনাব মোঃ শাহাদত হোসেনের মাধ্যমে। সেই থেকে এখন পর্যন্ত রেডিও তেহরানের সাথেই আছি এবং নিয়মিত শুনছি। রেডিও তেহরানের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা আমার খুবই ভালো লাগে।

আর সেই ভালোলাগা থেকেই আমার বন্ধুদেরকে রেডিও তেহরানের কথা বলি এবং শুনতে উৎসাহিত করি। আমরা একটি কারখানায় কাজ করি। সেখানে কাজের মধ্যেও প্রতিদিন রেডিও তেহরানের বিশ্বসংবাদ ও ধারাবাহিক অনুষ্ঠানগুলো শুনে থাকি আমরা সাতজন মিলে। ব্যস্ততার কারণে রেডিও তেহরানে চিঠি লেখা খুবই কষ্টসাধ্য। তারপরও মাঝেমধ্যে লেখার চেষ্টা করি।

আমি রেডিও তেহরান শুনি ফেসবুকের মাধ্যমে। শোনার পাশাপাশি নিয়মিত ফেসবুক লাইভ স্ট্রিমিং  শেয়ার করি যেন বাংলাদেশের সকল রেডিও প্রেমীদের ঘরে ঘরে পৌঁছে এ বেতারের সংবাদ পৌঁছে যায়। তারা যেন বিশ্ব সম্পর্কে, ইসলাম সম্পর্কে জানতে পারে সেই লক্ষ্যেই আমার শেয়ার করা।

২০২১ সালের মাঝামাঝি সময়ে রেডিও তেহরান থেকে ঘোষণা আসে সর্বাধিক শেয়ারার প্রতিযোগিতার। যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং রেডিও তেহরান মানুষের কাছে পৌঁছে দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করবে। যদিও আমি এর আগে থেকেই শেয়ার করে থাকি তবে এই প্রতিযোগিতার ঘোষণা শুনে আগ্রহটা আরো বেড়ে যায়।

তার ফল হিসেবে ২০২২ সালের ৩ জানুয়ারি ঘোষিত ফলাফলে ১ম স্থানে নিজের নামটি দেখে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বলিত এবং গর্বিত। এটি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।

ধন্যবাদ জানাই রেডিও তেহরানকে। ধন্যবাদ রেডিও তেহরানের সকল কলাকুশলীকে। এগিয়ে যাক রেডিও তেহরান, বেঁচে থাকুক সকল শ্রোতাদের হৃদয়ে। ভালোবাসি রেডিও তেহরানকে। সাথে আছি সব সময়, থাকব যতদিন বেঁচে আছি পৃথিবীতে।

 

শুভেচ্ছান্তে,

মোঃ সাগর মিয়া

সাংগঠনিক সম্পাদক
আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ

সভাপতি, সৎপথে চলি সত্যকথা বলি বেতার শ্রোতা ক্লাব

গ্রাম ও ডাকঘর: সাদির চর
থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৭