ঐতিহাসিক ১৯ দেই: সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করলেন কোমের জনগণ
(last modified Sun, 09 Jan 2022 10:32:55 GMT )
জানুয়ারি ০৯, ২০২২ ১৬:৩২ Asia/Dhaka

ফার্সি ১৩৫৬ সালের ১৯ দেই (১৯৭৮ সালের ৯ জানুয়ারি) ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর (রহ.) প্রতি তৎকালীন শাহ সরকারের অবমাননাকর আচরণের প্রতিবাদে কোম নগরীর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেদিন সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে অসংখ্য প্রতিবাদকারী নিহত হয়েছিলেন।

১৯ দেই’র ওই গণজাগরণেকে ইসলামি বিপ্লব বিজয়ের ঐতিহাসিক মুহূর্ত বলে ধরা হয়। কারণ, কোমে সরকারি বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল তার প্রভাবে সারাদেশ উত্তাল হয়ে ওঠে এবং  পাহলাভি সরকারের ক্ষমতার ভিত নড়বড়ে হয়ে যায়।এজন্য অনেকে ১৯ দেই’র গণজাগরণকে চূড়ান্ত ইসলামি বিপ্লবের সূচনালগ্ন বলেও মনে করে থাকেন।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।