শ্রোতাদের মতামত
'স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি নিঃসন্দেহে রেডিও তেহরানের এক অনন্য সংযোজন’
আসসালামু আলাইকুম। পৌষের সন্ধ্যায় হিমেল শৈত্যপ্রবাহ মিশ্রিত ভালোবাসা রইল প্রিয় রেডিও’র সকল বন্ধুদের প্রতি। আশা করছি আপনারা সবাই ভালো ও কুশলে আছেন।
স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্থ জীবনের অধিকারী হতে চায় না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। অথচ আমরা সবাই কেউবা হালকা নিরাময়যোগ্য আবার কেউবা কোনো দুরারোগ্য রোগব্যাধিতে আক্রান্ত হয়েই থাকি। অর্থাৎ কোনো না কোনো রোগ-বালাই সঙ্গে নিয়েই আমাদের জীবন যাপন। কিন্তু আমরা যদি একটু সচেতন হয়ে চলতে পারি তাহলে অনেক কঠিন রোগব্যাধি থেকেও হয়তো সুরক্ষা পাওয়া সম্ভব। আমরাতো এ-ও জানি যে 'প্রতিরোধ নিরাময় অপেক্ষা উত্তম'।
প্রিয় বেতার রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে 'স্বাস্থ্যকথা'র পরপর চারটি পর্ব শুনলাম। এতে ব্রেইন স্ট্রোক সম্পর্কে অনেক অজানা তথ্য আহরিত হলো। ব্রেইন স্ট্রোকের কারণ, এর লক্ষণ ও প্রতিকার নিয়ে সবিস্তারে আলোচনা করলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. তাইফুর রহমান। অত্যন্ত সময়োপযোগী ও তথ্যপূর্ণ তার সাক্ষাৎকারটি ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ১৯ জানুয়ারি আলোচনার শেষ পর্বে জানলাম যে, জীবনে সুস্থ থাকার জন্য ঘুম একটি অপরিহার্য বিষয়। আমাদের সঠিক সময়ে ঘুমানোর উপকারিতা এবং দেরিতে ঘুমানোর ভয়াবহ ক্ষতি সম্পর্কে জ্ঞানার্জন একদিকে যেমন চলমান জীবনে কার্যকরী ভূমিকা রাখবে তেমনি রেডিও তেহরানের স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি প্রচারেরও সার্থকতা বয়ে আনবে। আমি মনে করি নিঃসন্দেহে 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানটি রেডিও তেহরানের শ্রোতাদের কাছে এক অনন্য সংযোজন।
পরিশেষে চার পর্বে ব্রেইন স্ট্রোক নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সঞ্চালক গাজী আব্দুর রশিদ ভাই, ডা. মো. তাইফুর রহমান এবং রেডিও তেহরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছি অসংখ্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
শুভ কামনাসহ-
আব্দুল কুদ্দুস (মাস্টার)
শাপলা শর্টওয়েভ রেডিও লিসেনার্স ক্লাব
উত্তর ধলডাঙ্গা, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।