জানুয়ারি মাসে দৈনিক ১২ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i103674-জানুয়ারি_মাসে_দৈনিক_১২_লাখ_ব্যারেল_তেল_রপ্তানি_করেছে_ইরান
ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা ও ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ থাকা অবস্থায় গতমাসে [জানুয়ারি ২০২২] ইরানের তেল রপ্তানি গড়ে দৈনিক ১২ লাখ ব্যারেলে পৌঁছেছে বলে এক খবরে জানা গেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২২ ১৪:৩৬ Asia/Dhaka
  • জানুয়ারি মাসে দৈনিক ১২ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান

ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা ও ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ থাকা অবস্থায় গতমাসে [জানুয়ারি ২০২২] ইরানের তেল রপ্তানি গড়ে দৈনিক ১২ লাখ ব্যারেলে পৌঁছেছে বলে এক খবরে জানা গেছে।

তেল শিল্পের সঙ্গে জড়িত বিশেষজ্ঞ ও পরামর্শকদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ডিসেম্বর থেকে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে বাড়তে শুরু করে এবং বৃদ্ধির এই গতি এখনও অব্যাহত রয়েছে।
এটি জানিয়েছে, ইরানি তেলের বেশিরভাগ আমদানি করেছে চীনের সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ইরানের ওপর আমেরিকার আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে ইরানি তেল আমদানি করেছে। 
একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে রয়টার্স বৃহস্পতিবার জানিয়েছে, জানুয়ারি মাসের গোড়ার দিকে ইরানের তেল রপ্তানি দৈনিক গড়ে ১২ লাখ ব্যারেলে পৌঁছে গিয়েছিল; যদিও মাসের শেষের দিকে এই পরিমাণ কিছুটা কমে আসে। 
এই পরিসংখ্যান এমন সময় প্রকাশিত হলো যখন গত কয়েক সপ্তাহ ধরে ইরান কর্তৃপক্ষ বলে আসছে যে, তেহরানে গত আগস্ট মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর দেশের তেল রপ্তানি বেড়ে গেছে। 
অবশ্য রয়টার্সের গতকালের পরিসংখ্যানের ব্যাপারে ইরানের তেল বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে। ওই আলোচনা সফল হলে ইরানের তেল রপ্তানি দৈনিক গড়ে ২৫ লাখ ব্যারেলে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।