ইরানে আইআরজিসি'র ঘাঁটিতে অগ্নিকাণ্ড: হতাহত নেই, তদন্ত চলছে
https://parstoday.ir/bn/news/iran-i103850-ইরানে_আইআরজিসি'র_ঘাঁটিতে_অগ্নিকাণ্ড_হতাহত_নেই_তদন্ত_চলছে
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র একটি ঘাঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১৮:৪৩ Asia/Dhaka
  • ইরানে আইআরজিসি'র ঘাঁটিতে অগ্নিকাণ্ড: হতাহত নেই, তদন্ত চলছে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র একটি ঘাঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।

এই বাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, কেরমানশাহ প্রদেশের একটি ঘাঁটির দাহ্য পদার্থের সংরক্ষণাগারে আগুন লাগে। সেখানে গিয়ার অয়েলের মতো বিভিন্ন দাহ্য পদার্থ ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘাঁটির অগ্নিনির্বাপণ ও জরুরি পরিসেবা বিভাগের লোকজন দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। সেখানে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

আগুন কীভাবে লাগল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।#  

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।