মোসাদের ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতি সমর্থন জানালেন ইহুদি এমপি
-
এমপি হুমায়ুন সামেহ ইয়াহ
ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের কথিত স্ট্র্যাটেজিক সেন্টারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির জাতীয় সংসদের ইহুদি সম্প্রদায় থেকে নির্বাচিত সদস্য হুমায়ূন সামেহ ইয়াহ।
তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো দেশের ভূখণ্ড শত্রুতামূলক তৎপরতায় ব্যবহৃত হবে সেখানে হামলা চালানোর অধিকার তেহরানের রয়েছে।
সামেহ ইয়াহ আজ (সোমবার) ইরানের ফার্স নিউজ এজেন্সিকে বলেন, আইআরজিসি শনিবার মোসাদের প্রশিক্ষণ কেন্দ্রে যে হামলা চালিয়েছে ইসরাইলের জন্য তা ছিল সতর্কবার্তা। তারা যদি শত্রুতাপূর্ণ তৎপরতা বন্ধ না করে তাহলে এর চেয়ে বড় ধরনের হামলা চালানোর ক্ষমতায় ইরানের রয়েছে।

তিনি বলেন, বিশ্বের বড় বড় শক্তিগুলোর সমতুল্য হচ্ছে ইরানের সামরিক এবং ক্ষেপণাস্ত্র শক্তি। তিনি জোর দিয়ে বলেন, ইরানের ইহুদি সম্প্রদায় মোসাদের প্রশিক্ষণ কেন্দ্রে আইআরজিসি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার প্রতি সমর্থন জানাচ্ছে।
ইরানের সংসদ সদস্য আরো বলেন, প্রতিবেশী দেশগুলোর জানা উচিত যে, তাদের ভূখণ্ড যদি ইরানের স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং যদি কোন বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে তাহলে তাদেরকে আমাদের ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হতে হবে।#
পার্সটুডে/এসআইবি/১৪