‘ইরানের সঙ্গে সম্পর্ক করার জন্য প্রাচ্য ও পাশ্চাত্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i105474-ইরানের_সঙ্গে_সম্পর্ক_করার_জন্য_প্রাচ্য_ও_পাশ্চাত্য_প্রতিযোগিতায়_লিপ্ত_হয়েছে’
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ওপর আট বছরের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় প্রাচ্য ও পাশ্চাত্যের সব শক্তি ইরানের বিরুদ্ধে এক শিবিরে অবস্থান করলেও এখন এসব দেশ ইরানের সঙ্গে সম্পর্ক করার জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে। এর মাধ্যমে ইরানি জনগণের শক্তিমত্তা ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২১, ২০২২ ০৭:৩৭ Asia/Dhaka
  • ‘ইরানের সঙ্গে সম্পর্ক করার জন্য প্রাচ্য ও পাশ্চাত্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে’

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানি জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ওপর আট বছরের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় প্রাচ্য ও পাশ্চাত্যের সব শক্তি ইরানের বিরুদ্ধে এক শিবিরে অবস্থান করলেও এখন এসব দেশ ইরানের সঙ্গে সম্পর্ক করার জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে। এর মাধ্যমে ইরানি জনগণের শক্তিমত্তা ফুটে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

রায়িসি বলেন, পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চালিয়ে যাওয়ার একই সময়ে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তার সরকার। প্রেসিডেন্ট রায়িসি তার সরকারের বিগত প্রায় এক বছরের কার্যক্রম তুলে ধরে বলেন, দেশের স্বার্থে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাড়ানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তার সরকার কূটনৈতিক প্রচেষ্টা শক্তিশালী করে পররাষ্ট্রনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বলেন, বিগত বছরগুলোতে ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ মোকাবিলা করা যা এদেশের জনগণ সাফল্যের সঙ্গে করতে পেরেছে। সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, আমরা প্রমাণ করেছি যুদ্ধের চেয়ে কূটনৈতিক প্রচেষ্টায় বেশি ফল পাওয়া যায়।

নববর্ষের শুভেচ্ছাবার্তার শেষাংশে প্রেসিডেন্ট রায়িসি বলেন, নতুন ফার্সি বছরে সারাবিশ্ব থেকে করোনাভাইরাস নির্মূল হয়ে যাবে বলে তিনি আশা করছেন। সেইসঙ্গে বিশ্বের সকল প্রান্তের যুদ্ধ ও বাস্তুহারা মানুষের দুঃখ-দুর্দশারও অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।