তুনশি সম্মেলনের অবকাশে
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আমির খান মুত্তাকি
চীনের তুনশি শহর সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার ইরানি সমকক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় সম্মেলনের অবকাশে বৃহস্পতিবার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তুনশি সম্মেলনে ইরান, পাকিস্তান, চীন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন। বুধবার শুরু হওয়া দু’দিনব্যাপী এ সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়।
ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাতে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।
এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে নারী শিক্ষার সুযোগ অবারিত করাসহ আরো কিছু আন্তর্জাতিক দাবি-দাওয়ার কথা তুলে ধরে বলেন, তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে হলে এসব দাবি মেনে নিতে হবে। আব্দুল্লাহিয়ান বলেন, আফগানিস্তানের জনগণের জীবন ও জীবিকার উন্নতি ঘটাতে চাইলে তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির বিকল্প নেই।
তুনশি সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান যেসব বিদেশি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তারা হলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, উজবেকিস্তানের উপ প্রধানমন্ত্রী ওমর রাজ্জাকোভ, কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর-রহমান আলে সানি এবং তুর্কমেনিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।#
পার্সটুডে/এমএমআই/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।