আগামীকাল রোববার থেকে ইরানে রোজা রাখা শুরু
(last modified Sat, 02 Apr 2022 06:05:37 GMT )
এপ্রিল ০২, ২০২২ ১২:০৫ Asia/Dhaka
  • রোববার থেকে ইরানে পবিত্র রমজান শুরু
    রোববার থেকে ইরানে পবিত্র রমজান শুরু

আগামীকাল রোববার থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তর থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

এ সম্পর্কে এক রিপোর্টে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার কার্যালয়ের কর্মকর্তারাসহ সারা দেশের পর্যবেক্ষণ কমিটির সদস্যরা কোথাও শুক্রবার নতুন চাঁদ দেখতে পারেন নি। এ প্রেক্ষাপটে শনিবার নয় বরং রোববার থেকে পবিত্র রমজান শুরু হবে। পবিত্র রমজান শুরু হয় মূলত রমজানের নতুন চাঁদ দেখার মধ্যদিয়ে তবে অনেক ক্ষেত্রে চাঁদ দেখা না গেলে চান্দ্র মাসের হিসাব অনুসারে রমজান শুরু হয়ে থাকে।

শুক্রবার সৌদি আরব ঘোষণা করেছে যে, শনিবার থেকে দেশটিতে পবিত্র রমজান শুরু হচ্ছে। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এক বিবৃতি প্রকাশের মাধ্যমে জানিয়েছে যে, এবছর বরকতময় রমজানের প্রথম দিন হবে শনিবার। এছাড়া, পারস্য উপসাগরীয় চার দেশ কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত আজ থেকে রমজান পালন শুরু করেছে।

পবিত্র রমজান মাসে মুসলমানেরা সুবহে সাদিক থেকে রাত পর্যন্ত খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। এ সময় তারা মসজিদে বেশি বেশি ইবাদাত-বন্দেগী করেন এবং অনেকেই মসজিদে জড়ো হয়ে একসঙ্গে ইফতার করেন।#   

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।