তেহরানে পালিত হলো প্রকৃতি দিবস
https://parstoday.ir/bn/news/iran-i106054-তেহরানে_পালিত_হলো_প্রকৃতি_দিবস
তেহরানসহ ইরানের সব এলাকাতেই আজ পালিত হলো প্রকৃতি দিবস। প্রতি বছর ফার্সি প্রথম মাস ফারভার্দিনের তেরো তারিখে পালিত হয় প্রকৃত দিবস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০২, ২০২২ ২০:৫২ Asia/Dhaka
  • তেহরানে পালিত হলো প্রকৃতি দিবস
    তেহরানে পালিত হলো প্রকৃতি দিবস

তেহরানসহ ইরানের সব এলাকাতেই আজ পালিত হলো প্রকৃতি দিবস। প্রতি বছর ফার্সি প্রথম মাস ফারভার্দিনের তেরো তারিখে পালিত হয় প্রকৃত দিবস।

নওরোজ ইরানের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। নওরোজ হচ্ছে ইরানের নববর্ষ। মহাকবি ফেরদৌসির শাহনামাতেও এই নওরোজের বিষয় উল্লেখ রয়েছে।  প্রকৃতি দিবসে বিশেষ কোনো কারণ ছাড়া ইরানিদের কেউই বাসায় থাকে না।। #

পার্সটুডে/আবুসাঈদ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।