‘ভিয়েনায় একটি চুক্তি অতি নিকটে’
জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে যা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
গুতেরেস-আব্দুল্লাহিয়ান
ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় সব পক্ষ একটি চুক্তির কাছাকাছি রয়েছে বলে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
রোববার রাতে গুতেরেসের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের প্রস্তাবনা আমেরিকাকে জানিয়ে দেয়া হয়েছে এবং বল এখন আমেরিকার কোর্টে রয়েছে। আব্দুল্লাহিয়ান বলেন, যত দ্রুত সব পক্ষ পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পূরণে ফিরে আসবে তত বেশি সবাই এই সমেঝোতা থেকে লাভবান হবে।
ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার কথা স্মরণ করে বলেন, এখন দেশটিতে স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে যাতে দেশটিতে মানবিক ত্রাণের অবাধ প্রবেশের সুযোগ সৃষ্টি হয়।
টেলিফোনালাপে ভিয়েনা সংলাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করেন জাতিসংঘ মহাসচিব। তিনি অবিলম্বে একটি চুক্তি সই করার জন্য ওই সংলাপে অংশগ্রহণকারী পক্ষগুলোর প্রতি আহ্বান জানান। এ সময় ইউক্রেন এবং আফগানিস্তানসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন।#
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।