ভিয়েনা আলোচনায় ইরান সবগুলো রেড লাইনেই অবিচল আছে: খাতিবজাদেহ
https://parstoday.ir/bn/news/iran-i106482-ভিয়েনা_আলোচনায়_ইরান_সবগুলো_রেড_লাইনেই_অবিচল_আছে_খাতিবজাদেহ
২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ভিয়েনা আলোচনায় তেহরানের কোনো রেড লাইনই পরিত্যাগ করা হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানি আলোচকরা এসব রেড লাইন থেকে সরে আসলে কয়েক মাস আগেই একটি দুর্বল চুক্তি করা সম্ভব ছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১১, ২০২২ ১৮:২৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ভিয়েনা আলোচনায় তেহরানের কোনো রেড লাইনই পরিত্যাগ করা হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরানি আলোচকরা এসব রেড লাইন থেকে সরে আসলে কয়েক মাস আগেই একটি দুর্বল চুক্তি করা সম্ভব ছিল।

খাতিবজাদেহ বলেন, “এখন পর্যন্ত রেডলাইনগুলোতে তেহরান অবিচল রয়েছে। আমরা যদি এসব রেডলাইন অতিক্রম করতাম তাহলে কয়েক মাস আগেই আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারতাম। আমরা এখনও সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি যা নির্দেশ করে যে মার্কিন পক্ষ তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে।"  আজ (সোমবার) তেহরানে নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে খাতিবজাদেহ এসব কথা বলেন।  

মুখপাত্র খাতিবজাদেহ বলেন, তেহরানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানী জনগণ মার্কিন নিষেধাজ্ঞা অপসারণের অর্থনৈতিক সুবিধা ভোগ করছে কিনা। তিনি বলেন, "আমরা সত্যিই জানি না যে আমরা চূড়ান্তভাবে একটি সমঝোতায় পৌঁছাব কিনা, কারণ এখনও একটি সমঝোতায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ইচ্ছাশক্তি আমেরিকার পক্ষ থেকে দেখানো হয় নি।"  

চূড়ান্ত আলোচনায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী আইআরজিসি'র কুদস ফোর্স  মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকবে কিনা তা  জানতে চাইলে তিনি বলেন, "সর্বোচ্চ বলপ্রয়োগের নীতি থেকে আমেরিকাকে পুরোপুরি সরে আসতে হবে। এখনও একাধিক ইস্যু অমিমাংসিত অবস্থায় রয়ে গেছে।"

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।