ইরানে আইআরজিসি'র কর্মকর্তার গাড়িতে হামলায় দেহরক্ষী নিহত, ৪ হামলাকারী আটক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র জাহেদান অঞ্চলের পদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসিকে বহনকারী গাড়িতে হামলা হয়েছে।
জেনারেল আলমাসি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদানের সালমান ফারসি ব্রিগেডের কমান্ডার। গুলিতে তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। নিহত দেহরক্ষীর নাম মাহমুদ আরসালান। নিহত দেহরক্ষীর বাবাও একজন ব্রিগেডিয়ার জেনারেল।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, জেনারেল হোসেইন আলমাসি অক্ষত আছেন এবং হামলাকারীদের গ্রেপ্তার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, একটি গাড়ি থেকে হোসেইন আলমাসির গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঐ গাড়িটি আটক করতে সক্ষম হয়। এ সময় গাড়িতে চারজন সন্ত্রাসী ছিল, তাদের সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।