'ইরান আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী'
https://parstoday.ir/bn/news/iran-i107164-'ইরান_আন্তমহাদেশীয়_ক্ষেপণাস্ত্র_প্রযুক্তির_অধিকারী'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি রয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র 'সারাল্লাহ' ঘাঁটির উপপ্রধান ইসমাইল কওসারি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৬, ২০২২ ১৭:৪৮ Asia/Dhaka
  • ইসমাইল কওসারি
    ইসমাইল কওসারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি রয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র 'সারাল্লাহ' ঘাঁটির উপপ্রধান ইসমাইল কওসারি।

তিনি গতকাল (সোমবার) তেহরানে 'ব্রোকেন ক্ল' শীর্ষক সম্মেলনে এ ঘোষণা দেন। ইরানের ক্ষেপণাস্ত্রের জনক শহীদ হাসান তেহরানি মুকাদ্দামের স্মৃতিচারণ করে তিনি বলেন, শাহাদাতের আগে এই বিজ্ঞানী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি।

সাড়ে পাঁচ হাজার কিলোমিটার বা ততোধিক পাল্লার ক্ষেপণাস্ত্রকে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হিসেবে গণ্য করা হয়।

গতকাল ছিল ইরানের তাবাস মরুভূমিতে আমেরিকার ব্যর্থ সামরিক অভিযানের বার্ষিকী। ১৯৮০ সালের ২৫ এপ্রিল আমেরিকা তাবাস মরুভূমিতে যে অভিযান চালায় তার নাম দেওয়া হয়েছিল 'অপারশেন ঈগল ক্ল'।

এ উপলক্ষে গতকাল তেহরানে সাবেক মার্কিন দূতাবাসে 'ব্রোকেন ক্ল' শীর্ষক সম্মেলনের আয়োজন করা হয়।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।